ইবিতে তিনদিনব্যাপী বইমেলা

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
আন্তজাির্তক মাতৃভাষা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী বইমেলা। ১৯, ২০ ও ২১ ফেব্রæয়ারি বইমেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুষ্ঠান সূচিতে থাকবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও। ১৪ ফেব্রæয়ারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সূত্রে এ তথ্য জানা যায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচাযর্ প্রফেসর ড. মো. শাহিনুর রহমানের সভাপতিত্বে ১৯ ফেব্রæয়ারি আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। প্রধান আলোচক থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশর্ন বিভাগের অধ্যাপক হাসান আজিজুল হক। বিশেষ অতিথি থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা। ২০ ফেব্রæয়ারি আলোচনা সভায় প্রধান আলোচক থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর শামসুজ্জামান খান। ২১ ফেব্রæয়ারি প্রধান অতিথি থাকবেন রাজশাহী নথর্ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর উপাচাযর্ প্রফেসর ড. আবদুল খালেক। রাতে কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশে পবিত্র কোরআন খতম ও দোয়া এবং রাত ১১টা ৪৫ মিনিটে শোক র‌্যালি বের করা হবে। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অপর্ণ করা হবে।