জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি
প্রশ্ন : দেশে গঘচ সেবা চালু হয়Ñ উত্তর : ১ অক্টোবর, ২০১৮। প্রশ্ন : রেসকোসর্ ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমপর্ণকালে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেনÑ উত্তর : এয়ার ভাইস মাশার্ল (অব.) একে খন্দকার প্রশ্ন : বাংলাদেশের ওষুধ বতর্মানে বিশ্বে কতটি দেশে রপ্তানি হয়? উত্তর : ১৫০টি দেশে। প্রশ্ন : এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত? উত্তর : কক্সবাজারে। প্রশ্ন : বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবিস্থিত? উত্তর : রামু, কক্সবাজার। প্রশ্ন : বতর্মানে বাংলাদেশে কয়টি শ্রম আদালত রয়েছে? উত্তর:- ৭টি। প্রশ্ন : বাংলাদেশে কালো হনুমান কোথায় দেখা যায়? উত্তর:- যশোরের কেশবপুরে। প্রশ্ন : কত সালে ফখরুদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? উত্তর:- ১৩৩৮ সালে। প্রশ্ন : কত সালে বাংলায় ঔপনিবেশিক শাসন শুরু হয়? উত্তর:- ১৭৫৭ সালে। প্রশ্ন : ১২০৪ সালে বাংলা বিজয়ী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি ছিলেনÑ উত্তর:- তুকির্ সেনাপতি। প্রশ্ন : ভারত শাসন আইন পাস হয় কবে? উত্তর:- ১৯৩৫ সালে। প্রশ্ন : স্বাধীন বাংলায় সুলতানি শাসনের কখন অবসান ঘটে? উত্তর:- ১২০৬।