বেরোবিতে কোটার সাক্ষাৎকার

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্র স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বষের্ ভতির্ কোটায় আবেদনকারী শিক্ষাথীের্দর এবং তৃতীয় সাধারণ মেধা তালিকার সাক্ষাৎকার আজকে অনুষ্ঠিত হবে। ১৫ ফেব্রæয়ারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তৃতীয় সাধারণ মেধা তালিকার এবং কোটায় আবেদনকারী শিক্ষাথীের্দর সাক্ষাৎকার আজকে নেয়া হবে এবং ১৮ ফেব্রæয়ারি তাদের ভতির্প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, কোনো শিক্ষাথীর্ যদি যথাসময়ের মধ্যে উপস্থিত হতে না পারে তাহলে সাক্ষাৎকার বাতিল বলে গণ্য হবে এবং পরে তাকে কোনো সুযোগ দেয়া হবে না।