ঢাবিতে নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ পরিচালিত মাস্টাসর্ অব ট্যাক্স ম্যানেজমেন্ট (এমটিএম) প্রোগ্রামের তৃতীয় ও চতুথর্ ব্যাচের শিক্ষাথীের্দর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রæয়ারি অনুষদের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচাযর্ (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোডের্র সদস্য কালিপদ হালদার ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো আবু তালেব। স্বাগত বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম। অনুষ্ঠানে নবীন শিক্ষাথীের্দর শুভেচ্ছা জানিয়ে ড. নাসরীন আহমাদ বলেন, কর ব্যবস্থাপনা অথর্নীতির নানা বিষয়ে নিধার্রণী ভ‚মিকা পালন করে। তাই এ ক্ষেত্রে দক্ষ জনবল তৈরির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ চালু করা হয়েছে। গত বছর বাংলাদেশ ইতিহাসের সবোর্চ্চ বাজেট দিয়েছে। বাজেটকে আরও বড় করতে এই প্রোগ্রামের শিক্ষাথীর্রা অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্বাগত বক্তব্যে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, এই বিভাগের সিলেবাস আমরা এমনভাবে সাজিয়েছি যেন প্রোগ্রাম শেষে এই বিভাগের শিক্ষাথীর্রা করকেন্দ্রিক সেবাগুলো দিতে সক্ষম হয়। দেশের রাজস্ব ব্যবস্থায় যুগান্তকারী পরিবতর্ন আনবে বলে তিনি প্রত্যাশা করেন। কালিপদ হালদার বলেন, বতর্মানে বাংলাদেশ একটি উন্নতির সময় পার করছে। একে কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি, এই প্রোগ্রামের শিক্ষাথীর্রা সেই জায়গায় গুরুত্বপূণর্ অবদান রাখবে।