এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসাববিজ্ঞান প্রথমপত্র

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য হিসাববিজ্ঞান প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২২। অগ্রিম প্রদত্ত খরচের ক্ষেত্রে খরচ পদ্ধতি অনুসরণ করা হলে, মূল দাখিলায়- ক. সম্পূর্ণ টাকাকে খরচ হিসাবে দেখানো হয়ে থাকে খ. সম্পূর্ণ টাকাকে আয় হিসাবে দেখানো হয়ে থাকে গ. সম্পূর্ণ টাকাকে দায় হিসাবে দেখানো হয়ে থাকে ঘ. সম্পূর্ণ টাকাকে সম্পত্তি হিসাবে দেখানো হয়ে থাকে সঠিক উত্তর: ক.সম্পূর্ণ টাকাকে খরচ হিসাবে দেখানো হয়ে থাকে ২৩। প্রত্যেক হিসাবকাল শেষে কোন ধরনের হিসাব বন্ধ করে দিতে হয়? ক. ব্যক্তিবাচক হিসাব খ. নামিক হিসাব গ. সম্পত্তিবাচক ঘ. নামিক ও সম্পত্তি বাচক হিসাব সঠিক উত্তর: খ. নামিক হিসাব ২৪। অবচয়যোগ্য মূল্য বলতে কী বোঝায়? ক. ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য- অবচয় খ. ক্রয়মূল্য-অবচয় গ. মোট ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য ঘ. আদায়মূল্য-ভগ্নাবশেষ মূল্য সঠিক উত্তর: গ. মোট ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য নিচের উদ্দীপকটি পড় এবং ২৫-২৬ নাম্বার প্রশ্নের উত্তর দাও : শাহিন অ্যান্ড কোং ১ এপ্রিল, ২০১৩ তারিখ ব্যবসায় আরম্ভ করে। এপ্রিল ৩০ তারিখ সমন্বয়ের পূর্বে কতিপয় নির্বাচিত খতিয়ান হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ : সমন্বয়-সংক্রান্ত তথ্যাবলি : ১. এপ্রিল ১ হতে ২ বছর মেয়াদের জন্য বীমা খরচ প্রদত্ত হয়েছে। ২. অনর্জিত আয়ের ২২,০০০ টাকা এখনো অনর্জিত রয়েছে। ৩. সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি ১৫,০০০ টাকা। ২৫। হিসাবকাল শেষে সেবা আয়ের পরিমাণ কত টাকা হবে? ক. ৮৯,০০০ খ. ৯৪,০০০ গ. ১,০৯,০০০ ঘ. ১,১১,০০০ সঠিক উত্তর: গ. ১,০৯,০০০ ২৬। শাহীন অ্যান্ড কোং-এর আর্থিক বিবরণীতে বীমা খরচ ও সেবা আয় সমন্বয় করার মাধ্যমে প্রয়োগ দেখানো হয়- র. রক্ষণশীলতার নীতির রর. সময়কাল ধারণার ররর. আয়-ব্যয় সংযোগ নীতির নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: খ. রর ও ররর ২৭। উৎপাদন একক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় কোনটি বিবেচিত হয় না? ক. ক্রয় মূল্য খ. এককপ্রতি অবচয় গ. ভগ্নাবশেষ মূল্য ঘ. অবচয় হার সঠিক উত্তর: ঘ. অবচয় হার ২৮। আর্থিক বিবরণীর মাধ্যমে সম্ভব হয়- র. ব্যবস্থাপনার দক্ষতা মূল্যায়ন রর. অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ররর. সার্বিক অবস্থা মূল্যায়ন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র,রর ও ররর সঠিক উত্তর: ঘ. র,রর ও ররর ২৯। কমিশন বাদ দেওয়ার পূর্বে একটি ফার্মের নিট মুনাফা হয় ৩৫,০০০ টাকা। উক্ত মুনাফার ওপর ২% হারে কমিশন পাবে। কমিশন কত? ক. ৭৮৬ খ. ৬৮৬ গ. ৭০০ ঘ. ৬৮৮ সঠিক উত্তর: গ. ৭০০ ৩০। মালিক প্রতি ৩ মাস পরপর ১,৫০০ টাকা উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ কত হবে? ক. ২২৫ টাকা খ. ২৫০ টাকা গ. ২৭৫ টাকা ঘ. ৩২৫ টাকা সঠিক উত্তর: ক. ২২৫ টাকা ৩১। প্রদেয় হিসাব তৈরি করে প্রথমত কিসের পরিমাণ জানা যায়? ক. ধারে বিক্রয় খ. ধারে ক্রয় গ. প্রদেয় নোট ঘ. উত্তোলন সঠিক উত্তর: খ. ধারে ক্রয় ৩২। একটি হিসাবের জের ১০৯ টাকা রেওয়ামিলের ভুল পার্শ্বে বসানো আছে। অন্য সব কিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য হবে- ক. ১৮ টাকা খ. ৫৪ টাকা গ. ১০৯ টাকা ঘ. ২১৮ টাকা সঠিক উত্তর: ঘ. ২১৮ টাকা