৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
wK‡evW© cwi®‹v‡ii Rb¨Ñ
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনির্বাচনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ১৯. কিবোর্ড পরিষ্কারের জন্য কোনটি ব্যবহার করা হয়? ক. কটন বাড খ. ভেজা কাপড় গ. টুথ পিক ঘ. গস্নাস ক্লিনার সঠিক উত্তর: ক. কটন বাড ২০. অপটিক্যাল মাউসে আলোর কোন ঘটনাটি ঘটে? ক. প্রতিসরণ খ. অপবর্তন গ. প্রতিফলন ঘ. সমাবর্তন সঠিক উত্তর: গ. প্রতিফলন ২১. কোন ডিভাইসটি হাতের আঙুল থেকে জীবাণুযুক্ত হয়? ক. মাউস খ. কিবোর্ড গ. মনিটর ঘ. সিপিইউ সঠিক উত্তর: খ. কিবোর্ড ২২. ভাইরাসের উৎস কী? ক. প্রিন্টার খ. ইন্টারনেট গ. স্পিকার ঘ. মনিটর সঠিক উত্তর: খ. ইন্টারনেট ২৩. কোনটির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়? ক. মাউস খ. পেনড্রাইভ গ. স্পিকার ঘ. মনিটর সঠিক উত্তর: খ. পেনড্রাইভ ২৪. ভাইরাস প্রতিরোধে কোনটি ব্যবহার করা হয়? ক. নতুন অপারেটিং সিস্টেম খ. অ্যান্টিভাইরাস প্রোগ্রাম গ. ইউপিএস ঘ. অ্যাপিস্নকেশন সফটওয়্যার সঠিক উত্তর: খ. অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ২৫। অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কী? ক. এক ধরনের ক্ষতিকর ভাইরাস প্রোগ্রাম খ. ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার প্রোগ্রাম গ. এক ধরনের গেম প্রোগ্রাম ঘ. কম্পিউটার পরিচালনা করার প্রোগ্রাম সঠিক উত্তর: খ. ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার প্রোগ্রাম ২৬। সফটওয়্যারের সবচেয়ে বড় শত্রম্ন কোনটি? ক. হার্ডডিক্স খ. ধুলোবালি গ. বৈদু্যতিক সংযোগ ঘ. ভাইরাস সঠিক উত্তর: ঘ. ভাইরাস