ঢাবিতে পুনর্মিলনী অনুষ্ঠান

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে চ্যালেঞ্জের মুখোমুখি ও বিশেষ চাহিদাসম্পন্ন, প্রতিকূল অবস্থায় থাকাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুরক্ষা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ১৫ ফেব্রম্নয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির ৩১তম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, প্রতীক গ্রম্নপের চেয়ারম্যান এস এম ফারুকী হাসান (সিআইপি) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক শবনম শেহনাজ চৌধুরী এবং শুভেচ্ছা বক্তব্য দেন পুনর্মিলনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। সঞ্চালনা করেন বিভাগের সোসাইটি ইনচার্জ সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান।