এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (হিসাববিজ্ঞান প্রথমপত্র)

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য হিসাববিজ্ঞান প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩৩। একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয়- র. সম্পদবাচক হিসাব রর. ব্যক্তিবাচক হিসাব ররর. নগদান বই নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ৩৪। কোন হিসাবটি একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয় না? ক. দেনাদার খ. পাওনাদার গ. নগদান ঘ. নামিক সঠিক উত্তর: ঘ. নামিক ৩৫। কোন পদ্ধতিটি যানবাহনের ওপর অবচয় নির্ণয়ের ক্ষেত্রে উপযোগী? ক. মাইল হার খ. সরলরৈখিক গ. ক্রমহ্রাসমান জের ঘ. বর্ষসংখ্যা সঠিক উত্তর: ক. মাইল হার ৩৬। বইমূল্য বলতে কী বোঝায়? ক. ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য খ. ক্রয়মূল্য-আনুষঙ্গিক খরচ গ. ক্রয়মূল্য-অবচয় ঘ. ক্রয়মূল্য-পুঞ্জীভূত অবচয় সঠিক উত্তর: ঘ. ক্রয়মূল্য-পুঞ্জীভূত অবচয় ৩৭। অবচয়ের কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের- র. সম্পদ বৃদ্ধি পায় রর. ব্যয় বৃদ্ধি পায় ররর. বিপরীত সম্পদ বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: গ. রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৮-৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও : জনাব আলী এ বছর বিকম পাস করেন। তাঁর আর্থিক অবস্থা ভালো না হওয়ায় পড়ার পাশাপাশি মুদি দোকান পরিচালনা করেন। মূলধন কম থাকায় প্রতিদিন মাল ক্রয় করেন। এতে যাতায়াত বাবদ ৬০ টাকা ব্যয় হয়। ক্রেতাকে আকৃষ্ট করার জন্য দোকানে একটা টেলিভিশন আছে, যার মূল্য ১২,০০০ টাকা। বিদু্যৎ বিল পরিশোধ করা হয় ৩০০ টাকা।