৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনির্বাচনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ২৫। কোনটি মানুষের কাজ ও চিন্তার জগতে বিরাট পরিবর্তন এনেছে? ক. আইসিটি খ. আইটি গ. কম্পিউটার ঘ. মোবাইল ফোন সঠিক উত্তর: ক. আইসিটি ২৬। সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক হচ্ছে- ক. মেইনবুক খ. ফ্লাশবুক গ. ফেসবুক ঘ. টেক্সটবুক সঠিক উত্তর: গ. ফেসবুক ২৭। অনেকক্ষণ একটানা কম্পিউটারের সামনে বসে কাজ করলে আমাদের কী সমস্যা হতে পারে? ক. ক্যান্সার খ. হৃদরোগ গ. মেরুদন্ড ব্যথা ঘ. বহুমূত্র রোগ সঠিক উত্তর: গ. মেরুদন্ড ব্যথা ২৮। ছোট শিশুরা কম্পিউটারের প্রতি আসক্ত হয়ে গেলে এবং মাঠে ছোটাছুটি না করলে কী হয়? ক. শারীরিকভাবে সুস্থ থাকে খ. মানসিকভাবে সুস্থ থাকে গ. শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় ঘ. রোগমুক্ত থাকে সঠিক উত্তর: গ. শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় অধ্যায়-৪ ১। কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে লেখালেখি করা যায়? ক. গ্রাফিক্স সফটওয়্যার খ. ইউটিলিটি সফটওয়্যার গ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ঘ. স্প্রেডশিট সফটওয়্যার সঠিক উত্তর: গ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ২। ওয়ার্ড প্রসেসরে এন্টার কোন কাজে ব্যবহার করা হয়? ক. নির্বাচিত অংশ মুছে ফেলতে খ. কার্সরকে এক লাইন নিচে নামাতে গ. কার্সরের বাঁ দিকের লেখা মুছতে ঘ. কার্সরের ডান দিকের লেখা মুছতে সঠিক উত্তর: খ. কার্সরকে এক লাইন নিচে নামাতে ৩। মেনুবার কী? ক. ডকুমেন্টের শিরোনাম নির্দেশনা খ. চিত্রের মাধ্যমে সাজানো কমান্ড তালিকা গ. কাজের ধরন অনুযায়ী কমান্ড তালিকা ঘ. চিত্রের সাজানো সম্পাদনার কমান্ড তালিকা সঠিক উত্তর: গ. কাজের ধরন অনুযায়ী কমান্ড তালিকা ৪। মেনুবার ব্যবহার করে নতুন ফাইল খুলতে প্রথমে কোথায় ক্লিক করতে হয়? ক. ঝধাব খ. ঋরষব গ. ঘব ি ঘ. ঞবীঃ সঠিক উত্তর: খ. ঋরষব