চুয়েটে সনদ বিতরণ

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে ১৭ ফেব্রম্নয়ারি আয়োজিত 'জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপিস্নকেশন' (এবড়মৎধঢ়যরপধষ ওহভড়ৎসধঃরড়হ ঝুংঃবস-এওঝ ্‌ ওঃং অঢ়ঢ়ষরপধঃরড়হ) শীর্ষক প্রশিক্ষণ শর্ট-কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। সেন্টার ফর রিভার, হারবার অ্যান্ড ল্যান্ড-স্স্নাইড রিসার্চের (ঈজঐখঝজ) তৃতীয় ব্যাচের অংশগ্রহণকারীদের জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করে। ঈজঐখঝজ-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. রিয়াজ আকতার মলিস্নকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী। সেন্টারের লেকচারার আহাদ হাসান তানিমের সঞ্চালনায় শর্টকোর্সে অংশগ্রহণকারীর মধ্যে অনুভূতি ব্যক্ত করেন রাহুল বণিক। উলেস্নখ্য, মোট ৭৫ জন আবেদনকারীর বিপরীতে ৪০ জন শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ শর্টকোর্সে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।