এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (হিসাববিজ্ঞান প্রথমপত্র)

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য হিসাববিজ্ঞান প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৮-৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও : জনাব আলী এ বছর বিকম পাস করেন। তাঁর আর্থিক অবস্থা ভালো না হওয়ায় পড়ার পাশাপাশি মুদি দোকান পরিচালনা করেন। মূলধন কম থাকায় প্রতিদিন মাল ক্রয় করেন। এতে যাতায়াত বাবদ ৬০ টাকা ব্যয় হয়। ক্রেতাকে আকৃষ্ট করার জন্য দোকানে একটা টেলিভিশন আছে, যার মূল্য ১২,০০০ টাকা। বিদু্যৎ বিল পরিশোধ করা হয় ৩০০ টাকা। ৩৮। ক্রেতাকে আকৃষ্ট করানোর জন্য টেলিভিশন ক্রয় কোন জাতীয় খরচ- ক. মুনাফা জাতীয় খ. মূলধন জাতীয় গ. বিলম্বিত মুনাফা জাতীয় ঘ. মূলধনায়িত ব্যয় সঠিক উত্তর: খ. মূলধন জাতীয় ৩৯। টেলিভিশন ক্রয় সম্পর্কে নিচের কোনটি সঠিক? ক. এটা বিক্রয়ের প্রসার ঘটানোর কৌশল খ. আধুনিক প্রযুক্তির ব্যবহার গ. সম্মান বৃদ্ধির কৌশল ঘ. কোনোটিই নয় সঠিক উত্তর: ক. এটা বিক্রয়ের প্রসার ঘটানোর কৌশল ৪০। হিসাবচক্রের বাধ্যতামূলক কাজ- র. জাবেদাভুক্তকরণ রর. খতিয়ানভুক্তকরণ ররর. বিপরীত দাখিলা প্রদান নিচের কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. রর ও ররর ঘ. র,রর ও ররর সঠিক উত্তর: ক. র ৪১। ব্যবসায়ের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী- র. পাওনাদার রর. ব্যবস্থাপক ররর. বিনিয়োগকারী নিচের কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. র ও ররর ঘ. রর ও ররর সঠিক উত্তর: গ. র ও ররর ৪২। একটি সম্পত্তি বৃদ্ধি পায় ও অন্য একটি সম্পত্তি হ্রাস পায়- র. নগদে সম্পত্তি ক্রয় করা হলে রর. নগদে পণ্য বিক্রয় করা হলে ররর. নগদ টাকা ব্যাংকে জমা দেয়া হলে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: খ. র ও ররর ৪৩। ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী- র. মালিক রর. ব্যবস্থাপক ররর. আয়কর কর্তৃপক্ষ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর ৪৪। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য- র. আর্থিক ফলাফল নির্ণয় রর. আর্থিক অবস্থা নিরূপণ ররর. মুনাফা বৃদ্ধিকরণ নিচের কোনটি সঠিক? ক. রর খ. র ও রর গ. র ও ররর ঘ. রর ও ররর সঠিক উত্তর: খ. র ও রর ৪৫। ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব রাখার সুবিধা হলো- র. ব্যয় নিয়ন্ত্রণ রর. জালিয়াতি ও চুরি প্রতিরোধ ররর. ব্যবসায় পরিচালনায় সহায়তা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৪৬। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী- র. বিনিয়োগকারী রর. ব্যবস্থাপক ররর. হিসাব কর্মকর্তা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: গ. রর ও ররর ৪৭। হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত- র. লেনদেন লিপিবদ্ধকরণ রর. লেনদেন সংক্ষিপ্তকরণ ররর. লেনদেন শ্রেণিবদ্ধকরণ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর