জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রশ্ন : ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয়দফা সংক্রান্ত পুস্তিকাটির নাম? উত্তর:- ছয়দফা: আমাদের বাঁচার দাবি। প্রশ্ন : কখন আগরতলা মামলা প্রত্যাহার করা হয়? উত্তর:- ২২ ফ্রেরুয়ারি, ১৯৬৯ সালে। প্রশ্ন : গন্ডোয়ানাল্যান্ড যে স্থানের পুরাতন নাম? উত্তর:- দিনাজপুর। প্রশ্ন : কর আদায়ের কাজ যে মন্ত্রণালয়ের অধীন? উত্তর:- অর্থ মন্ত্রণালয়। প্রশ্ন : 'রায়বেশে নৃত্য' শিল্পকর্মটি যার? উত্তর:- কামরুল হাসান। প্রশ্ন : বাংলাদেশ কোন উৎস থেকে বেশি রাজস্ব আয় করে? উত্তর:- মূল্য সংযোজন কর। প্রশ্ন : কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? উত্তর:- হালদা। প্রশ্ন : ওয়ান গালা কাদের উৎসব? উত্তর:- গারো। প্রশ্ন : নয় কুড়ি ছয় কুড়ি বিল নামে পরিচিত কোনটি? উত্তর:- টাঙ্গুয়ার বিল। প্রশ্ন : নারিকা-১ কী? উত্তর:- খরা সহিষ্ণু ধান। প্রশ্ন : মৎস্য সংরক্ষণ আইনে কত সেমি এর ছোট ইলিশ মাছ ধরা দন্ডনীয় অপরাধ? উত্তর:- ২৩ সে.মি। প্রশ্ন : দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক কোনটি? উত্তর:- মহামায়া লেক (মিরসরাই, চট্টগ্রাম) বৃহত্তম লেক হলো কাম্‌তাই লেক।