৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

মুদ্রণ জগতে লেখা সাজানোকে কী বলে?

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনির্বাচনি প্রশ্নোত্তর অধ্যায়-৪ ৫। মেনু্যবার ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়? ক. ঝধাব খ. ঋরষব গ. ঘব ি ঘ. ঞবীঃ সঠিক উত্তর: ক. ঝধাব ৬। মেনু্যবার ব্যবহার করে ফাইল বন্ধ করতে কোথায় ক্লিক করতে হয়? ক. ঈষড়ংব খ. ঋরষব গ. ঘব ি ঘ. ঞবীঃ সঠিক উত্তর: ক. ঈষড়ংব ৭। কোন সফটওয়্যার ব্যবহার করে চিঠিপত্র লেখা যায়? ক. গ্রাফিক্স সফটওয়্যার খ. ইউটিলিটি সফটওয়্যার গ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ঘ. স্প্রেডশিট সফটওয়্যার সঠিক উত্তর: গ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ৮। মতবিনিময়ের উদ্দেশ্যে কোন মাধ্যমটি বেশি উপযোগী বলে বিবেচনা করা যেতে পারে? ক. মোবাইল ফোন খ. ইন্টারনেট গ. ল্যান্ডফোন ঘ. ফ্যাক্স সঠিক উত্তর: খ. ইন্টারনেট ৯। কোনটি অপারেটিং সফটওয়্যার? ক. গ্রাফিক্স সফটওয়্যার খ. ইউটিলিটি সফটওয়্যার গ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ঘ. উইন্ডোজ সঠিক উত্তর: ঘ. উইন্ডোজ ১০। ওয়ার্ড প্রসেসিংয়ের সফটওয়্যার কোন ধরনের সফটওয়্যার? ক. গ্রাফিক্স সফটওয়্যার খ. ইউটিলিটি সফটওয়্যার গ. অ্যাপিস্নকেশন সফটওয়্যার ঘ. সিস্টেম সফটওয়্যার সঠিক উত্তর: গ. অ্যাপিস্নকেশন সফটওয়্যার ১১। মুদ্রণ জগতে লেখা সাজানোকে কী বলে? ক. কম্পোজ খ. প্রসেসিং গ. লেডিং ঘ. প্রিন্টিং সঠিক উত্তর: ক. কম্পোজ ১২। ওয়ার্ড প্রসেসর কী? ক. সফটওয়্যার খ. হার্ডওয়্যার গ. ফার্মওয়্যার ঘ. ওএস সঠিক উত্তর: ক. সফটওয়্যার ১৩। কোন সফটওয়্যারের সাহায্যে বিনামূল্যে ওয়ার্ড প্রসেসর সংগ্রহ করা হয়? ক. ওপেন অফিস রাইটার খ. মাইক্রোসফট ওয়ার্ড গ. কাস্টমাইজ সফটওয়্যার ঘ. অফিস সফটওয়্যার সঠিক উত্তর: ক. ওপেন অফিস রাইটার