শাবিপ্রবিতে জাতীয় শিক্ষক দিবস

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১৮ ফেব্রম্নয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় শিক্ষক দিবস পালিত হয়। এসময় শহীদ শামসুজ্জোহা স্মরণ কমিটির আয়োজনে অস্থায়ীভাবে তৈরি শহীদ ড. শামসুজ্জোহা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ উপলক্ষে একটির্ যালি বের হয়।র্ যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। শহীদ শামসুজ্জোহা স্মরণ কমিটির আহ্বায়ক মো. মইনুদ্দিন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র, সাধারণ সম্পাদক নাজিরুল আজম বিশ্বাস, জাতীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রুপেল চাকমা। এ সময় বিভিন্ন সংগঠনের নেতাসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।