রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতা

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১৮ ফেব্রম্নয়ারি ড. শামসুজ্জোহার ৫০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক শ্যামল চক্রবর্তী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের উদ্যোগে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে 'চরিতার্থ এক বিজ্ঞান জীবন: নির্মিতি ও সমকালের ভাবনা' শীর্ষক এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক মো. বেলায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক আনন্দ কুমার সাহা। এ ছাড়া অন্যদের মধ্যে রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর প্রফেসর অধ্যাপক মো. লুৎফর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনসহ অন্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।