বশেমুরবিপ্রবিতে নবীনবরণ ও বিদায়

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৮ ফেব্রম্নয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি মো. মজনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শামীমা নাসরিন, আবুল কালাম আজাদ, লেকচারার মো. হুমায়ুন কবির, শামছুর আরেফিন, শিমন রহমান, আইরিন পারভীন, তুলিকা দত্ত, তামান্না রশিদসহ অন্য বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টায় নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তীতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।