অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ১৩ জুলাই ২০২৩, ০০:০০

মো. মাসুদ খান প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
দ্বিতীয় অধ্যায় ১. মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়? ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ উত্তর : গ. মেটাফেজ ২. মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? ক. উঘঅ খ. জঘঅ গ. নিউক্লিওলাস ঘ. সেন্ট্রোমিয়ার উত্তর : ক. উঘঅ নিচের অংশটুকু পড়ে ৩ ও ৪নম্বর প্রশ্নের উত্তর দাও : সাফওয়ান অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করছিল। সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিওলাস দেখতে পেল না, তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল। ৩. কোষ বিভাজনের কোন দশায় সাফওয়ানের চোখ পড়েছিল? ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ উত্তর : গ. মেটাফেজ ৪. সাফওয়ানের পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায়- র. ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে রর. ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে ররর. সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যাবে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ৫. নিচের কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়? ক. জিন খ. ডিএনএ গ. ক্রোমোজোম ঘ. আরএনএ উত্তর : গ. ক্রোমোজোম ৬. কোথায় অ্যামাইটোসিস হয় না? ক. ইস্ট খ. ছত্রাক গ. অ্যামিবা ঘ. ভাইরাস উত্তর :ঘ. ভাইরাস ৭. কোন বৈজ্ঞানিককে জীনতত্ত্বের জনক বলা হয়? ক. গ্রেগর জোহান মেন্ডেল খ. অ্যারিস্টটল গ. ক্যারোলাস লিনিয়াস ঘ. রবার্ট হুক উত্তর :ক. গ্রেগর জোহান মেন্ডেল ৮. কোনটিতে ডিএনএ থাকে না? ক. ব্যাকটেরিয়া খ. টিএমভি গ. ভাইরাস ঘ. ই-কলি উত্তর :খ টিএমভি ৯. প্রতিটি জীবদেহ কী দ্বারা গঠিত? ক. হাত খ. কোষ গ. ফুসফুস ঘ. হৃৎপিন্ড উত্তর :খ. কোষ ১০. কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্র গঠন করে? ক. প্রফেজ খ. প্রো-মেটাফেজ গ. এনাফেজ ঘ. টেলোফেজ উত্তর : খ. প্রো-মেটাফেজ ১১. মানব জননকোষে কতটি ক্রোমোজোম থাকে? ক. ২৩টি খ. ২০টি গ. ৪৬টি ঘ. ২২টি উত্তর : গ. ৪৬টি ১২. নিচের কোন জীবের মধ্যে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে? ক. মানুষ খ. ব্যাঙ গ. সাপ ঘ. অ্যামিবা উত্তর :ঘ. অ্যামিবা ১৩. জীবদেহে কোষ বিভাজন কত প্রকার? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ উত্তর :গ. ৩ ১৪. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি দীর্ঘস্থায়ী? ক. প্রোফেজ খ. মেটাফেজ গ. টেলোফেজ ঘ. এনাফেজ উত্তর : ক. প্রোফেজ ১৫. মাইটোসিসের কোন ধাপে নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়? ক. প্রোফেজ খ. মেটাফেজ গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ উত্তর :ঘ টেলোফেজ ১৬. অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের আকৃতি কেমন হয়? ক. ট খ. ঠ গ. ড ঘ. ঢ উত্তর : খ ঠ ১৭. সপুষ্পক উদ্ভিদের কোথায় মিয়োসিস ঘটে? ক. ডিম্বাশয় খ. থ্যালামাস গ. পুষ্প বৃন্ত ঘ. পরাগধানী উত্তর : ঘ. পরাগধানী ১৮. মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজনের প্রথম ধাপ কোনটি? ক. টেলোফেজ খ. মেটাফেজ গ. অ্যানাফেজ ঘ. প্রোফেজ উত্তর :ঘ. প্রোফেজ ১৯. কোনটিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে? ক. ইস্ট খ. শুক্রাশয় গ. মুকুল ঘ. ডিম্বাশয় উত্তর :ক. ইস্ট ২০. টেলোফেজ ধাপে কোনটি ঘটে? ক. নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে খ. দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় গ. ক্রোমোজোমগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ঘ. ক্রোমোজোমগুলো বিলুপ্ত হয় উত্তর :খ. দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় ২১. ক্রোমোজোমের সেট্রোমিয়ার দুইভাগে বিভক্ত হয় কোন ধাপে? ক. প্রোফেজ খ. প্রোমেটাফেজ গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ উত্তর : ঘ. অ্যানাফেজ ২২. বংশগতিবিদ্যার জনক বলা হয় কাকে? ক. অ্যারিস্টটল খ. ক্যারোলাস লিনিয়াস গ. গ্রেগর জোহান মেন্ডেল ঘ. উলিয়াম হার্ভে উত্তর : গ. গ্রেগর জোহান মেন্ডেল ২৩. স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে কী বলে? ক. আকর্ষণ তন্তু খ. স্পিন্ডল তন্তু গ. ট্রাকশন তন্তু ঘ. অ্যাস্টার তন্তু উত্তর :খ. স্পিন্ডল তন্তু ২৪. অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কিরূপ আকার ধারণ করে? ক. ডাম্বেলাকার খ. ডিম্বাকার গ. গোলাকার ঘ. বর্গাকার উত্তর :ক. ডাম্বেলাকার হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়