রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলন ২৮ ফেব্রম্নয়ারি শুরু হবে। চলবে ৩ মার্চ পর্যন্ত। রাবি ছায়া জাতিসংঘ সংস্থা চার দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করছে। ১৯ ফেব্রম্নয়ারি রবীন্দ্র ভবনে সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যরা এ তথ্য জানান। 'সহিংসতার বিরুদ্ধে সোচ্চার, মানবতার শক্তিতে উজ্জ্বীবিত' প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ডসহ ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী সম্মেলনে অংশ নেবেন। এতে ২৫ জন বিচারক থাকবেন। সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আটটি কমিটিতে ভাগ করে দেয়া হবে। কমিটিগুলো হচ্ছে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, বাংলাদেশবিষয়ক বিশেষায়িত কমিটি, আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘ মাদক ও অপরাধবিষয়ক দপ্তর এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থা। কমিটির সদস্যরা শিশু-কিশোরের বিরুদ্ধে অপরাধ, ক্রিপ্টোকারেন্সি, জাতিসংঘে বাংলা, সমুদ্র দূষণ রোধসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম, সংগঠনের সভাপতি ইমরুল হাসান, সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ উপস্থিত ছিলেন।