এসএসসি পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান

কোন মাটিতে ভালো ফসল ফলে-

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
মডেল টেস্ট পূর্ণমান: ৩০ ১। চুনাপাথরের সংকেত কী? ক) ঈধঈঙ৩ খ) ঈধঙ গ) ঐ২ঝঙ৪ ঘ) ঈধঐঈঙ৩ ২। মাটির স্বাভাবিক চঐ কত হয়ে থাকে? ক) ৩-৬ খ) ৪-৫ গ) ২-৭ ঘ) ৪-৮ ৩। জীবন্ত মেষ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি হয় তাকে কী বলে? ক) রেশম খ) ফ্লিস উল গ) পুল্ড উল ঘ) সুতি ৪। প্রধান রেয়নগুলো হলো- র. ভিসকোস ররর. বোরাক্স বিড ররর. অ্যাসিটেট নিচের কোনটি সঠিক? ক) র খ) রর, ররর গ) র, ররর ঘ) র, রর, ররর ৫। বাংলাদেশে সাধারণত কোন মাসে টর্নেডো হয়ে থাকে? ক) বৈশাখ খ) আষাঢ় গ) ভাদ্র ঘ) কার্তিক ৬। অণুচক্রিকার গড় আয়ু কতদিন? ক) ১-২ দিন খ) ২-৪ দিন গ) ৩-৮ দিন ঘ) ৫-১০ দিন ৭। একটি বর্ণহীন দ্রবণে ঘধঙঐ মিশালে দ্রবণটি গোলাপি হয়ে গেল। দ্রবণটি কী? ক) মিথাইল রেড খ) মিথাইল অরেঞ্জ গ) ফেনফথ্যালিন ঘ) লিটমাস দ্রবণ ৮। সালফিউরিক এসিড একটি এসিড, কারণ- র. এতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন রয়েছে রর. এটি নীল লিটমাসকে লাল করে ররর. এটি টক স্বাদযুক্ত নিচের কোনটি সঠিক? ক) র খ) রর, ররর গ) র, ররর ঘ) র, রর, ররর ৯। কোন ধরনের তন্তুর জন্য হেলকিং করা প্রয়োজন? ক) পাট খ) পশম গ) রেশম ঘ) লিনেন ১০। উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কয় প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১-১২নং প্রশ্নের উত্তর দাও : টোকিও শহরে পারমাণবিক বিদু্যৎকেন্দ্রের কাছাকাছি মাটিতে কোনো উদ্ভিদ জন্মে না, কেবল মাশরুম ভালো জন্মে। ১১। ওই মাটিতে কোনটির আধিক্য রয়েছে? ক) শিলা খ) খনিজ পদার্থ গ) তেজস্ক্রিয় পদার্থ ঘ) জৈব পদার্থ ১২। কোন মাটিতে ভালো ফসল ফলে? ক) বালু ও খনিজ মিশ্রিত মাটিতে খ) পলি ও খনিজ মিশ্রিত মাটিতে গ) বালি ও পলি মিশ্রিত মাটিতে ঘ) বালি, পলি ও কাদা মিশ্রিত মাটিতে ১৩। সাব সয়েল স্তরের মাটি- র. শিলাচূর্ণে ভরপুর রর. খনিজ পদার্থসমৃদ্ধ ররর. জৈব পদার্থসমৃদ্ধ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর, ররর গ) র, ররর ঘ) র, রর, ররর ১৪। কোনটি দুর্বল এসিড? ক) ঐঈষ খ ) ঐঘঙ৩ গ ) ঐ২ঈঙ৩ ঘ ) ঐ২ঝঙ৪ নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৫-১৬নং প্রশ্নের উত্তর দাও : রাজির পায়ে পিঁপড়া কামড় দেয়ায় পায়ে যন্ত্রণা হয় এবং ফুলে যায়। তার মা পায়ে একটি লোশন লাগিয়ে দেন। এতে রাজির পায়ের জ্বালা কমে যায়। ১৫। রাজির পা ফুলে যাওয়ার কারণ কী? ক) ফরমিক এসিড খ) অক্সালিক এসিড গ) এসিটিক এসিড ঘ) সাইট্রিক এসিড ১৬। পায়ে লাগানো লোশনটি- র. এসিডকে প্রশমিত করে রর. জিংক কার্বনেট জাতীয় লবণ ররর. মেলিটিন ও অ্যাপারিন নামক এসিডিক পদার্থ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর, ররর গ) র, ররর ঘ) র, রর, ররর ১৭। পৃথিবীপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি দ্বারা গঠিত? ক) ৪৫ খ) ৭৫ গ) ৯০ ঘ) ৯৫ ১৮। বলের একক কোনটি? ক) নিউটন খ) জুল গ) ওয়াট ঘ) ইউনিট ১৯। ক্রোমোজোমে কয় ধরনের প্রোটিন থাকে? ক) ১ খ) ২ গ) ৪ ঘ) ৫ ২০। আধুনিক বংশ গতিবিদ্যার ভিত্তি গড়ে উঠেছে আজ থেকে প্রায় কত বছর পূর্বে? ক) ১৫০ খ) ২০০ গ) ২৫০ ঘ) ৩০০ ২১। লেন্স প্রধানত কয় প্রকার? ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই ২২। খাদ্যে মোট কয়টি উপাদান থাকে? ক) ৬ খ) ৪ গ) ৩ ঘ) ২ ২৩। স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির নূ্যনতম দূরত্ব কত? ক) ৫ সেমি খ) ১০ সেমি গ) ২৫ সেমি ঘ) ৫০ সেমি ২৪। ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে প্রায়- ক) ৭ বিলিয়ন খ) ৮ বিলিয়ন গ) ৯ বিলিয়ন ঘ) ১০ বিলিয়ন ২৫। ছেলেমেয়েদের কত বছরের সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে? ক) ১৫ বছরের কম হলে খ) ১৩-১৭ বছর হলে গ) ৯-১৮ হলে ঘ) ১০-১৯ বছর হলে ২৬। সঠিক তথ্য হলো- র. টেলিভিশন শব্দের অর্থ দূরদর্শন রর. কম্পিউটার মানে ধারক ররর. ই-মেইল মানে ইলেক্ট্রনিক মেইল নিচের কোনটি সঠিক? ক) র খ) র, রর গ) র, ররর ঘ) রর, ররর ২৭। কোনটি ক্যান্সার নিরাময়ের কৌশল? ক) এমআরআই খ) রেডিওথেরাপি গ) সিটিস্ক্যান ঘ) এনজিওগ্রাফি ২৮। প্রাকৃতিক প্রাণিজ তন্তুর মধ্যে সবচেয়ে শক্ত ও দীর্ঘ কোনটি? ক) রেশম খ) পশম গ) উল ঘ) রেয়ন ২৯। টেলিফোন আবিষ্কৃত হয় কত সালে? ক) ১৮৪৮ খ) ১৮৭৫ গ) ১৯০৭ ঘ) ১৯৭৫ ৩০। রাফেজ কোন ধরনের উৎস থেকে পাওয়া যায়? ক) উদ্ভিজ উৎস খ) প্রাণিজ উৎস গ) সেলুলোজিক উৎস ঘ) খনিজ উৎস