হিসাববিজ্ঞান প্রথমপত্র

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য হিসাববিজ্ঞান প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৪৮। ঘটনা সম্পর্কে যে বিষয়টি সামঞ্জস্যপূর্ণ তা হলো- র. ঘটনা আর্থিক হতে পারে রর. ঘটনা অনার্থিক হতে পারে ররর. ঘটনা লেনদেন হতে পারে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ক. র ও রর ৪৯। ব্যক্তিবাচক হিসাব করতে হলে নামিক হিসাবের শিরোনামের সঙ্গে যুক্ত হবে- র. অগ্রিম রর. বকেয়া ররর. প্রাপ্য নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ৫০। মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের সহায়তায়- র. সততা ও দায়িত্ববোধের সৃষ্টি হয় রর. ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি হয় ররর. সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ৫১। লিপিবদ্ধকরণ পদ্ধতি একটি- ক. রিপোর্টিং পদ্ধতি খ. মিশ্র দাখিলা পদ্ধতি গ. দুই তরফা দাখিলা পদ্ধতি ঘ. একতরফা দাখিলা পদ্ধতি সঠিক উত্তর: গ. দুই তরফা দাখিলা পদ্ধতি ৫২। দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল উৎপাদন হয়- ক. প্রতিটি ঘটনায় খ. প্রতিটি লেনদেনে গ. প্রতিটি হিসাবে ঘ. কোনোটি নয় সঠিক উত্তর: খ. প্রতিটি লেনদেনে ৫৩। হিসাবরক্ষণের প্রচলিত বিশেষ ব্যবস্থাটি হলো- ক. বিকল্প হিসাব পদ্ধতি খ. মিশ্র হিসাব পদ্ধতি গ. দুই তরফা দাখিলা পদ্ধতি ঘ. এক তরফা দাখিলা পদ্ধতি সঠিক উত্তর: ঘ. এক তরফা দাখিলা পদ্ধতি ৫৪। আর্থিক বছরের শেষে ব্যবসায়ের সম্পত্তির পরিমাণ ছিল ১,০০০ টাকা এবং স্বত্বাধিকার ৫০০ টাকা। উক্ত বছরে সম্পত্তি বেড়েছে ১০০ টাকা এবং দায় কমেছে ২০০ টাকা। বছরের শুরুতে স্বত্বাধিকারীর পরিমাণ- ক. ২০০ টাকা খ. ৪০০ টাকা গ. ৬০০ টাকা ঘ. ৮০০ টাকা সঠিক উত্তর: ক. ২০০ টাকা ৫৫। একটি প্রতিষ্ঠানের মোট দায় ৫০,০০০ টাকা। দায়-মূলধন অনুপাত ৩: ২। কারবারের স্বত্বাধিকারীর পরিমাণ কত? ক. ২০,০০০ টাকা খ. ৩০,০০০ টাকা গ. ৪০,০০০ টাকা ঘ. ৪৫,০০০ টাকা সঠিক উত্তর: ঘ. ৪৫,০০০ টাকা ৫৬। নিচের কোন হিসাবগুলো কমলে ক্রেডিট হয়? ক. ভাড়া, ঋণের সুদ ও বিক্রয় খ. অনাদায়ী সুদ, ভাড়া ও প্রাপ্য হিসাব গ. ঋণ, প্রদেয় বেতন ও প্রদেয় হিসাব ঘ. প্রাপ্ত কমিশন, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব সঠিক উত্তর: খ. অনাদায়ী সুদ, ভাড়া ও প্রাপ্য হিসাব ৫৭। নিচের কোন হিসাবগুলো বাড়লে ক্রেডিট হয়? ক. মেশিন, ঋণ ও প্রাপ্ত কমিশন খ. প্রদেয় হিসাব, প্রাপ্ত কমিশন ও প্রাপ্য সুদ গ. বিক্রয়, প্রাপ্ত কমিশন ও সুনাম ঘ. প্রদেয় হিসাব, বিক্রয় ও প্রাপ্ত কমিশন সঠিক উত্তর: ঘ. প্রদেয় হিসাব, বিক্রয় ও প্রাপ্ত কমিশন ৫৮। আর্থিক বছরের শেষে ব্যবসায়ের সম্পত্তির পরিমাণ ছিল ১,০০০ টাকা এবং স্বত্বাধিকার ৫০০ টাকা। উক্ত বছরে সম্পত্তি বেড়েছে ১০০ টাকা এবং দায় কমেছে ২০০ টাকা। বছরের শেষে দায়ের পরিমাণ- ক. ২০০ টাকা খ. ৩০০ টাকা গ. ৫০০ টাকা ঘ. ৭০০ টাকা সঠিক উত্তর: গ. ৫০০ টাকা