৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
মাউস নাড়ালে কম্পিউটারের যে চিহ্ন নড়ে-
বহুনির্বাচনি প্রশ্নোত্তর অধ্যায়-৪ ১৪। মুদ্রণশিল্পের বৈপস্নবিক পরিবর্তনে কোনটির প্রভাব সর্বাধিক? ক. কম্পিউটার খ. মোবাইল গ. টাইপ রাইটার ঘ. কম্পোজ সঠিক উত্তর: ক. কম্পিউটার ১৫. সুন্দর করে লেখার জন্য কী ব্যবহার করে লিখতে হয়? ক. টাইপ রাইটার খ. কম্পিউটার গ. সুন্দর খাতা ও কলম ঘ. ওয়ার্ড প্রসেসর সঠিক উত্তর: ক. টাইপ রাইটার ১৬. ওয়ার্ড প্রসেসরের প্রধান দুটি ইনপুট কোনটি? ক. মাউস খ. কিবোর্ড গ. ওএমআর ঘ. লাইটপেন সঠিক উত্তর: খ. কিবোর্ড ১৭. কম্পিউটার কী ব্যবহার করে লেখালেখির কাজ করে? ক. ওয়ার্ড প্রসেসর খ. লেটার প্রসেসর গ. ওয়ার্ড আট ঘ. ওয়ার্ড প্রসেসিং সঠিক উত্তর: ক. ওয়ার্ড প্রসেসর ১৮. ডায়লগ বক্সের অপশন কার্যকর করতে কোন কি ব্যবহার করা হয়? ক. ইন্টার কী খ. ডিলিট কী গ. হোম কী ঘ. ইক্সেপ কী সঠিক উত্তর: ক. ইন্টার কী ১৯. স্পেস বার প্রতিবার চাপ দিলে কোন দিকে সরে যায়? ক. এক অক্ষর ডানে খ. এক অক্ষর বাঁয়ে গ. এক লাইন ওপরে ঘ. এক লাইন নিচে সঠিক উত্তর: ক. এক অক্ষর ডানে ২০. মাউস নাড়ালে কম্পিউটারের যে চিহ্ন নড়ে তাকে কী বলে? ক. কার্সর খ. পয়েন্টার গ. কি ঘ. বার সঠিক উত্তর: ক. কার্সর ২১. প্রতিটি ফাইল আলাদা নামে সংরক্ষণ করা হয় কেন? ক. প্রসেসরটি কাজ করার জন্য প্রস্তুত হবে খ. সহজে তথ্য স্থানান্তর করার জন্য গ. অপারেটিং সিস্টেম কাজ করা শুরু করবে ঘ. সহজে খুঁজে পাওয়ার জন্য সঠিক উত্তর: ঘ. সহজে খুঁজে পাওয়ার জন্য ২২. ঙঢ়বহ অপশন মেনু্যটি পাওয়ার জন্য কোন মেনু্যতে ক্লিক করতে হবে? ক. ঋরষব খ. ঠরব ি গ. ঊফরঃ ঘ. ঞড়ড়ষ সঠিক উত্তর: ক. ঋরষব ২৩. ঝধাব অপশন মেনু্যটি পাওয়ার জন্য কোন মেনু্যতে ক্লিক করতে হবে? ক. ঋরষব খ. ঠরব ি গ. ঊফরঃ ঘ. ঞড়ড়ষ সঠিক উত্তর: ক. ঋরষব ২৪. চৎরহঃ অপশন মেনু্যটি পাওয়ার জন্য কোন মেনু্যতে ক্লিক করতে হবে? ক. ঊফরঃ খ. ঠরব ি গ. ঋরষব ঘ. ঞড়ড়ষ সঠিক উত্তর: গ. ঋরষব