জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রথম ভাষা শহীদ রফিক
প্রশ্ন : ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল? উত্তর:- সাপ্তাহিক সৈনিক। প্রশ্ন : '৫২-এর প্রথম ভাষা শহীদের নাম কী? উত্তর:- রফিক। প্রশ্ন : সালাম, বরকত, রফিক, জব্বার মরণোত্তর একুশে পদক পান কত সালে? উত্তর:- ২০০০ সালে। প্রশ্ন : শহীদ শফিউর রহমান মরণোত্তর একুশে পদক পান কত সালে? উত্তর:- ২০০৫ সালে। প্রশ্ন : ১৯৪৮ সালের ২ মার্চ কী গঠিত হয়? উত্তর:- সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। প্রশ্ন : ১৯৫২ সালের ৩১ জানুয়ারি কী গঠিত হয়? উত্তর:- সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ। প্রশ্ন : সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদের কী সিদ্ধান্ত হয়? উত্তর:- ২১ ফেরুয়ারিতে ১৪৪ ধারা ভাঙা। প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে? উত্তর:- স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)। প্রশ্ন : বাংলাদেশ-ভারতের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয় কবে? উত্তর:- ৭ জুলাই ২০১৪। প্রশ্ন : বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে কত বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে? উত্তর:- ১৯৪৬৭ বর্গ কি.মি। প্রশ্ন : চর নিউটন কোন জেলায় অবস্থিত? উত্তর:- ভোলা। প্রশ্ন : কোলাবিল কোন জেলায় অবস্থিত? উত্তর:- খুলনা। প্রশ্ন : হাইল হাওর কোন জেলায় অবস্থিত? \হউত্তর:- সুনামগঞ্জ।