নোবিপ্রবিতে মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে মহান একুশে ফেব্রম্নয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রম্নয়ারি সকালে শোভাযাত্রা ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে মুক্তিযুদ্ধ চত্বর ঘুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং এলাকাভিত্তিক নানা সংগঠন ও পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। শহীদ মিনারে প্রথমে নোবিপ্রবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে নোবিপ্রবি বিভিন্ন ইনস্টিটিউট, হল, বিভাগ, শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী প্রতিনিধির পক্ষ থেকে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান ২১ ফেব্রম্নয়ারি ভাষা আন্দোলন নিহত শহীদদের স্মরণে সংক্ষিপ্ত বক্তৃতা করেন। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. গাজী মহসীন, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোখলেস-উজ-জামান প্রমুখ।