সিকৃবিতে মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রম্নয়ারিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের স্মরণ করে ক্যাম্পাসে সকাল ৮টায় প্রভাত ফেরি সম্পন্ন হয় বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। প্রভাতফেরি সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে সিকৃবি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার ছাড়াও জাতীয় দিবস উদযাপন পরিষদ, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টরিয়াল বডি, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও বিভিন্ন হল শাখা ছাত্রলীগ, বিভিন্ন অনুষদীয় ছাত্র সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধার্পণ শেষে সিকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সেখানে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। তিনি বলেন, 'একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সবাইকে দেশের জন্য কাজ করে যেতে হবে।"