এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসাববিজ্ঞান প্রথমপত্র

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য হিসাববিজ্ঞান প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৫৯। আয় হিসাবের ডেবিট ব্যালেন্স মানে- ক. চলতি সম্পত্তি খ. চলতি দায় গ. দীর্ঘ মেয়াদি দায় ঘ. ভুয়া সম্পত্তি সঠিক উত্তর: ঘ. ভুয়া সম্পত্তি ৬০। প্রতিটি লেনদেন হিসাব ব্যবস্থায় একই সঙ্গে দুটি পরিবর্তন ঘটায়। কারণ- র. একদিকে সম্পত্তি হ্রাস পেতে পারে ও অন্যদিকে বৃদ্ধি পেতে পারে রর. একদিকে দায় হ্রাস পেতে পারে ও অন্যদিকে বৃদ্ধি পেতে পারে ররর. স্বত্বাধিকার হ্রাস পেতে পারে ও অন্যদিকে বৃদ্ধি পেতে পারে নিচের কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ৬১। নগদ প্রাপ্তি সর্বদা প্রদানের চেয়ে বেশি হয়- ক. ব্যাংক হিসাবে খ. নগদান হিসাবে গ. ক + খ ঘ. বাট্টা হিসাবে সঠিক উত্তর : খ. নগদান হিসাবে ৬২। নগদ ব্যালেন্স বেড়ে যায় কখন? ক. পণ্য ক্রয় করে খ. বাকিতে পণ্য বিক্রয় করে গ. বকেয়া অর্থ আদায় করে ঘ. প্রাপ্য বিল পাওয়া গেলে সঠিক উত্তর : গ. বকেয়া অর্থ আদায় করে ৬৩। ঘঝঋ চেকের অর্থ হলো- ক. ঘড়হ ঝবপঃড়ৎ ঋঁহফ খ. ঘড়হ ঝঁভভরপরবহঃ ঋঁহফ গ. ঘড় ঝঁৎঢ়ষঁং ঋঁহফ ঘ. ক+খ সঠিক উত্তর : খ. ঘড়হ ঝঁভভরপরবহঃ ঋঁহফ ৬৪। নগদ ব্যালেন্স কমে যায় কখন? ক. পণ্য বিক্রয় করে খ. বাকিতে পণ্য ক্রয় করে গ. বকেয়া অর্থ পরিশোধ করে ঘ. প্রদেয় বিল দেওয়া হলে সঠিক উত্তর : গ. বকেয়া অর্থ পরিশোধ করে ৬৫। ২/১০, হ-২০ শর্তে নগদ বাট্টা পাওয়া যাবে যদি- ক. ১০ দিন সময়ের মধ্যে অর্থ প্রদান করা হয় খ. ২০ দিন সময়ের মধ্যে অর্থ প্রদান করা হয় গ. ১২ দিন সময়ের মধ্যে অর্থ প্রদান করা হয় ঘ. ২২ দিন সময়ের মধ্যে অর্থ প্রদান করা হয় সঠিক উত্তর: ক. ১০ দিন সময়ের মধ্যে অর্থ প্রদান করা হয় ৬৬। তহবিলে এক বৎসরের চলার মতো যথেষ্ট টাকা থাকতে পারে উক্তিটি সত্যি নয় কোন ক্ষেত্রে- ক. ব্যাংক তহবিল খ. নগদান তহবিল গ. খুচরা নগদান তহবিল ঘ. সঞ্চিতি তহবিল সঠিক উত্তর : গ. খুচরা নগদান তহবিল ৬৭। স্বাভাবিকের চেয়ে কম দাখিলা দিতে হয়- ক. এক ঘরা নগদান বইয়ে খ. খুচরা নগদান বইয়ে গ. দুই ঘরা নগদান বইয়ে ঘ. তিন ঘরা নগদান বইয়ে সঠিক উত্তর : খ. খুচরা নগদান বইয়ে ৬৮। নগদান বই হিসাব চক্রের- ক. ৩য় ধাপ খ. ৪র্থ ধাপ গ. ৫ম ধাপ ঘ. কোনোটিই নয় সঠিক উত্তর : ঘ. কোনোটিই নয় ৬৯। হিসাব সমীকরণে কোনো পরিবর্তন হয় না যে বাট্টা দ্বারা- র. নগদ বাট্টা রর. কারবারি বাট্টা ররর. পরিমাণ বাট্টা নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও রর ঘ. রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৭০। নগদান বইয়ের বিকল্প নাম- র. হিসাবের প্রাথমিক বহি রর. হিসাবের পাকা বহি ররর. বিশেষ জাবেদা বহি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর