জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর:- চট্টগ্রামে। প্রশ্ন : বিভাগ অনুসারে সবচেয়ে কম বনভূমি কোথায় রয়েছে? উত্তর:- রাজশাহী বিভাগে। প্রশ্ন : চিরহরিৎ পাতাঝরা বনভূমিতে পাতাঝরা গাছ কী কী? উত্তর:- গামারী, শিমুল, কড়ই, সেগুন, জারুল। প্রশ্ন : পরিবেশ নীতি কখন ঘোষণা করা হয়? উত্তর:- ১৯৯২ সালে। প্রশ্ন : বৈলাম বৃক্ষ জন্মে কোথায়? উত্তর:- বান্দরবান বনাঞ্চলে। প্রশ্ন : দেশের প্রথম মেরিন জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর:- কুয়াকাটা, পটুয়াখালী। প্রশ্ন : দেশের প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত? উত্তর:- রাজশাহী। প্রশ্ন : দেশের প্রথম পানি জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর:- কলাপাড়া, পটুয়াখালী। প্রশ্ন : দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে? উত্তর:- কবিতা খানম প্রশ্ন : বাংলা একাডেমি স্বাধীনতা পুরস্কার লাভ করে কবে? উত্তর:- ২০১০সালে।