আজ থেকে বাকৃবিতে বৈজ্ঞানিক সম্মেলন

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আজ থেকে দুদিনব্যাপী বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ২৫তম এ বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন আজ ও কাল অনুষ্ঠিত হবে। বৈজ্ঞানিক চিন্তাভাবনা পর্যালোচনা করে ভেটেরিনারি শিক্ষা ও গবেষণাকে ত্বরান্বিত করার লক্ষ্যে দুদিনব্যাপী এই সম্মেলনে অংশ নেবে দেশ-বিদেশের খ্যাতনামা ভেটেরিনারিয়ানরা। ২১ ফেব্রম্নয়ারি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদীয় সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন বিএসভিইআরের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আবদুল আলীম। তিনি জানান, এ বছরে সম্মেলনের প্রতিপাদ্য বিষয় 'টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রাণিসম্পদের ভূমিকা'। সম্মেলনে ৬৬টি মৌখিক গবেষণা প্রবন্ধ এবং ৭৭টি পোস্টার উপস্থাপন করবেন দেশ ও বিদেশের ভেটেরিনারিয়ান শিক্ষক, ফিল্ড ভেটেরিনারিয়ান, প্রাণিসম্পদ বিভাগের উচ্চপদের কর্মকর্তারা। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেনকে 'অ্যানুয়াল লেকচার অ্যাওয়ার্ড' এবং বিএসভিইআরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মানিক লাল দেওয়ানকে 'আজীবন সম্মাননা' প্রদান করা হবে। এবছর ৩ জন করে সেরা গবেষণা প্রবন্ধ উপস্থাপক ও পোস্টার উপস্থাপককে পুরস্কৃত করা হবে। এ ছাড়া সম্মেলনে জাপান, মালেয়শিয়া, চীন এবং ভারত থেকে আমন্ত্রিত বিজ্ঞানীরা বাহক অনুজীব পোষক সম্পর্ক, ওয়ান হেলথ শিক্ষা, ভাইরাস পরিবহন ও দমন এবং গরুর প্রজনন সম্পর্কীয় রোগের চিকিৎসা সম্পর্কে ৪টি নিবন্ধ উপস্থাপন করবেন।