প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

অটিজম কী?

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। অষ্টম অধ্যায় প্রশ্ন ৯. রাস্তা পারাপারের একটি নিয়ম উল্লেখ কর। উত্তর : রাস্তা পারাপারের সময় ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার করা। নবম অধ্যায় প্রশ্ন ১. কোন শিশুরা অন্যদের মতো হৈচৈ না করে একা একা থাকতে চায়? উত্তর : অটিস্টিক শিশুরা অন্যদের মতো হৈ চৈ না করে একা একা থাকতে চায়। প্রশ্ন ২. অটিজম কী? উত্তর : অটিজম একটি বিকাশগত সমস্যা। প্রশ্ন ৩. কিসের মাধ্যমে অটিস্টিক শিশুকে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব? উত্তর : সমস্যার ধরনগুলো জেনে সঠিক শিক্ষার মাধ্যমে অটিস্টিক শিশুকে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব। প্রশ্ন ৪. কাদের অটিস্টিক শিশু বলা হয়? উত্তর : যেসব শিশুর আচরণে অটিজম নামক একটি বিকাশগত সমস্যা দেখা যায় তাদের অটিস্টিক শিশু বলা হয়। প্রশ্ন ৫. অটিস্টিক বিশেষজ্ঞ কাকে বলা হয়? উত্তর : অটিস্টিক বিষয়ে যিনি বিশেষ জ্ঞান রাখেন তাকে অটিস্টিক বিশেষজ্ঞ বলা হয়। দশম অধ্যায় প্রশ্ন ১. গণতান্ত্রিক মনোভাব কাকে বলে? উত্তর : অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সে সিদ্ধান্তকে সম্মান করাকেই গণতান্ত্রিক মনোভাব বলে। প্রশ্ন ২. কিভাবে দলনেতা নিবার্চন করা উচিত? উত্তর : সবার ঐকমত্যের ভিত্তিতে দলনেতা নিবার্চন করা উচিত। প্রশ্ন ৩. শ্রেণিকক্ষে গণতন্ত্রচচার্র একটি উপায় লেখ। উত্তর : শ্রেণিকক্ষে গণতন্ত্রচচার্র একটি উপায় হলো সবার মতামতের ভিত্তিতে শিক্ষক শ্রেণিনেতা নিবাির্চত করবেন। প্রশ্ন ৪. গণতন্ত্রের অথর্ কী? উত্তর : গণতন্ত্র অথর্ জনগণের শাসন। প্রশ্ন ৫. গণতন্ত্রের মূলকথা কী? উত্তর : গণতন্ত্রের মূলকথা হলো সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনুসারে সিদ্ধান্ত নেয়া। প্রশ্ন ৬. কোনটি আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি? উত্তর : গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। একাদশ অধ্যায় : নারী-পুরুষ সমতা প্রশ্ন ৭. বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত ভাগ নারী? উত্তর : বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৪৯ ভাগ নারী। প্রশ্ন ৮. নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে? উত্তর : বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। প্রশ্ন ৯. বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর : বেগম রোকেয়া ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।