৬ষ্ঠ শ্রেণির পড়ালেখা (গণিত)

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ৬। আয়কে (+) চিহ্ন দ্বারা প্রকাশ করা হলে লাভকে নিচের কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা যাবে? ক. + চিহ্ন খ. – চিহ্ন গ. ´ চিহ্ন ঘ. গু চিহ্ন সঠিক উত্তর: ক. + চিহ্ন নিচের তথ্যের আলোকে ৮-১০ নাম্বার প্রশ্নের উত্তর দাও। কোনো একটি নিদির্ষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নরূপ: স্থানের নাম তাপমাত্রা ঢাকা ০ক্কঈ এর ওপরে ৩ক্কঈ বালির্ন ০ক্কঈ এর ওপরে ৩ক্কঈ মস্কো ০ক্কঈ এর ওপরে ৫ক্কঈ জেদ্দা ০ক্কঈ এর ওপরে ৪ক্কঈ ৮। কোন স্থানের তাপমাত্রা সবচেয়ে কম? ক. ঢাকা খ. বালির্ন গ. মস্কো ঘ. জেদ্দা সঠিক উত্তর: গ. মস্কো ৯। মস্কো অপেক্ষা বালিের্নর তাপমাত্রা কত বেশি? ক. -৩ক্কপ খ. -২ক্কপ গ. +৩ক্কপ ঘ. +২ক্কপ সঠিক উত্তর: ঘ. +২ক্কপ ১০। ঢাকার তাপমাত্রা কত ডিগ্রি বাড়লে তা জেদ্দার তাপমাত্রার সমান হবে? ক. -৭০ক্কপ খ. -১০ক্কপ গ. +১০ক্কপ ঘ. +৭০ক্কপ সঠিক উত্তর: গ. +১০ক্কপ ১১। যদি সমতল ভূমিকে ০ (শূন্য) বিন্দু ধরা হয়, তবে ৫টি সিঁড়ি ওপরে উঠলে নিচের কোনটি হবে? ক. -৫ খ. = ৫ গ. ৫ ঘ. +৫ সঠিক উত্তর: ঘ. +৫ নিচের সংখ্যা দুটির আলোকে ১২-১৫ নাম্বার প্রশ্নের উত্তর দাও। সংখ্যা দুটি হলো: -৬ ও +৬ ১২। প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে বঁায়ে কোনটি অবস্থিত? ক. -৬ খ. ০ গ. ১ ঘ. +৬ সঠিক উত্তর: ক. -৬ ১৩। -৬ এর পূবর্বতীর্ সংখ্যাটি কত? ক. +৬ খ. +৭ গ. -৫ ঘ. -৭ সঠিক উত্তর: ঘ. -৭