জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
মোনালিসা
প্রশ্ন : এশিয়ার নোবেল বলা হয় কোনটিকে? উত্তর : ম্যাগসাসে পুরস্কার। প্রশ্ন : ডেটন চুক্তির মাধ্যমে কোন সংকটের পরিসমাপ্তি হয়? উত্তর : বসনিয়া। প্রশ্ন : নেপালের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী? উত্তর : শীতল নিবাস। প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে দামি ছবিটির নাম কী? উত্তর : মোনালিসা। প্রশ্ন : ইউরোপের দ্রæততম কম্পিউটারের নাম কী? উত্তর : ইউজিন। প্রশ্ন : বিশ্ববিখ্যাত ময়ূর সিংহাসন বতর্মানে কোথায় আছে? উত্তর : ইরানে। প্রশ্ন : অলিম্পিক গেমসকে কী বলা হয়? উত্তর : গ্রেটেস্ট শো অন আথর্। প্রশ্ন : বাইকনুর কাসমোড্রম কোথায় অবস্থিত? উত্তর : কাজাখাস্তান।