এসএসসি পরীক্ষার প্রস্তুতি হিসাববিজ্ঞান

পারিবারিক বাজেট তৈরি হয় কিসের ভিত্তিতে?

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ধনিয়া, ঢাকা
প্রিয় পরীক্ষার্থী, আজ তোমাদের জন্য হিসাববিজ্ঞান থেকে বহুনির্বাচনি অংশের মডেল টেস্ট দেয়া হলো মডেল টেস্ট পূর্ণমান: ৩০ ১। দু-তরফা দাখিলায় সুবিধা গ্রহণকারীকে কী বলে? ক) ডেবিট খ) ক্রেডিট গ) ধারক ঘ) ক্রেডিটর ২। ক্রয়কৃত পণ্যের দামের সঙ্গে কোনটি যোগ করা হয়? ক) বেতন খ) ভাড়া গ) কমিশন ঘ) কুলি খরচ ৩। পারিবারিক বাজেট তৈরি হয় কিসের ভিত্তিতে? ক) সম্ভাব্য আয়ের ভিত্তিতে খ) প্রকৃত আয়ের ভিত্তিতে গ) সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে ঘ) প্রকৃত আয় ও ব্যয়ের ভিত্তিতে ৪। কে ভাউচার অনুমোদন করেন? ক) ক্যাশিয়ার খ) হিসাবরক্ষক গ) ব্যবস্থাপক ঘ) বিক্রেতা ৫। হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্যকে কী বলে? ক) উদ্বৃত্ত খ) দায় গ) ব্যয় ঘ) আয় ৬। কোনটিকে লেনদেনের স্থায়ী ভান্ডার বলে? ক) জাবেদা খ) খতিয়ান গ) রেওয়ামিল ঘ) উৎপাদন ব্যয় ৭। যদি বিক্রীত পণ্যের ব্যয় ২০,০০০ টাকা হয় এবং বিক্রয়ের ওপর মুনাফার হার ২০% হয়, তবে বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ কত? ক) ২৪,০০০ খ) ২২,০০০ গ) ২৩,০০০ ঘ) ২৫,০০০ ৮। হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই? ক) চলমান নীতি খ) হিসাবকাল নীতি গ) রক্ষণশীলতার নীতি ঘ) বকেয়ার ধারণা ৯। হিসাবচক্রের প্রথম ধাপ কোনটি? ক) লেনদেন শনাক্তকরণ খ) লেনদেন বিশ্লেষণ গ) জাবেদা ঘ) খতিয়ান ১০। কোন বইকে সব বইয়ের রাজা বলা হয়? ক) নগদান বই খ) খতিয়ান বই গ) ক্রয় বই ঘ) জমা-খরচের বই ১১। ডেবিট নোট বলতে কী বোঝায়? ক) আয়সংক্রান্ত হিসাব খ) ব্যয়সংক্রান্ত হিসাব গ) ক্রয় ফেরতসংক্রান্ত চিঠি ঘ) বিক্রয় ফেরতসংক্রান্ত চিঠি ১২। এক জাতীয় হিসাবগুলো- (র) মজুরি (রর) বিনিয়োগের সুদ (ররর) বিজ্ঞাপন নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) রর, ররর গ) র, ররর ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও: পণ্য বিক্রয় ৬,৫০০ টাকা, পুরাতন কম্পিউটার বিক্রয় ৭,৫০০ টাকা, ঋণ ১২,৫০০ টাকা, ব্যবসায় স্থানান্তর ব্যয় ৮,৫০০ টাকা, পুরনো খবরের কাগজ বিক্রয় ৫০০ টাকা। ১৩। মুনাফাজাতীয় প্রাপ্তির পরিমাণ কত? ক) ৫০০ টাকা খ) ৭,৫০০ টাকা গ) ৮,০০০ টাকা ঘ) ৭,০০০ টাকা ১৪। বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ কত? ক) ৯,০০০ টাকা খ) ৮,৫০০ টাকা গ) ২১,০০০ টাকা ঘ) ১৬,০০০ টাকা ১৫। ২০,০০০ টাকার পণ্য বিক্রয় করে একটি চেক পাওয়া গেল। এ ক্ষেত্রে কোন হিসাবের ডেবিট দিকে লিখতে হবে? ক) বিক্রয় হিসাব খ) ব্যাংক হিসাব গ) ক্রয় হিসাব ঘ) নগদান হিসাব ১৬। সহকারী খতিয়ান হলো- (র) রফিক হিসাব (রর) সফিক হিসাব (ররর) পাওনাদার হিসাব নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) রর, ররর গ) র, ররর ঘ) র, রর ও ররর ১৭। কোনটি অনিয়মিত আয়? ক) উপভাড়া খ) সম্পদ বিক্রয় গ) কমিশন প্রাপ্তি ঘ) মাল বিক্রয় ১৮। স্থায়ী সম্পত্তি কত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার ১৯। প্রতিটি ব্যবসায়ীকে নির্দিষ্ট সময় শেষে জানতে হয়- (র) লাভ-ক্ষতি সম্পর্কে (রর) আর্থিক অবস্থা সম্পর্কে (ররর) সুনাম সম্পর্কে নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) রর, ররর গ) র, ররর ঘ) র, রর ও ররর নিচের উদ্দীপকের ভিত্তিতে ২০-২১ নাম্বার প্রশ্নের উত্তর দাও : শিমু জানুয়ারি-১ তারিখে নগদ ৫,০০০ টাকা, পণ্যদ্রব্যবাবদ ৩,০০০ টাকা ও ব্যাংক ঋণ বাবদ ৪,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। তার দোকানের অন্যান্য লেনদেন নিম্নরূপ : জানুয়ারি-২ রকির নিকট থেকে ১০% বাট্টায় ১০,০০০ টাকার মাল ক্রয়। জানুয়ারি-৫ ধারে সম্পদ ক্রয় ৬,০০০ টাকা। ২০। শিমুর নগদ উদ্বৃত্তের পরিমাণ কত? ক) ৫,০০০ টাকা খ) ৮,০০০ টাকা গ) ৯,০০০ টাকা ঘ) ১০,০০০ টাকা ২১। ২ তারিখের জাবেদার জন্য ডেবিট হবে কোনটি? ক) মাল হিসাব খ) রকি হিসাব গ) ক্রয় হিসাব ঘ) বাট্টা হিসাব ২২। কোন দেনাদার হতে কত টাকা পাওনা তা জানা যায় কোন খতিয়ান থেকে? ক) সাধারণ খতিয়ান খ) সহকারী খতিয়ান গ) ক্রয় খতিয়ান ঘ) বিক্রয় খতিয়ান ২৩। বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় কোথায় লেখা হয়? ক) বিশদ আয় বিবরণীতে খ) আর্থিক বিবরণীতে গ) মালিকানাস্বত্ব বিবরণীতে ঘ) নগদ প্রবাহ বিবরণীতে ২৪। পরিবারের বেশির ভাগ লেনদেন সংঘটিত হয়- (র) নগদে (রর) চেকে (ররর) ধারে নিচের কোনটি সঠিক? ক) র খ) র, রর গ) ররর ঘ) রর, ররর ২৫। আসবাবপত্র বিক্রয়লব্ধ অর্থ কোনজাতীয় লেনদেন? ক) মূলধনজাতীয় প্রাপ্তি খ) মুনাফাজাতীয় প্রাপ্তি গ) মূলধনজাতীয় আয় ঘ) মুনাফাজাতীয় আয় ২৬। মূলধন থেকে বিয়োগ করা হয়- (র) মূলধনের সুদ (রর) নিট ক্ষতি (ররর) আয়কর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৭। ব্যবসায়ের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে। এটি কোন ধারণার ওপর প্রতিষ্ঠিত? ক) ব্যবসায়িক স্বত্বা খ) হিসাব কাল ধারণা গ) চলমান ধারণা ঘ) দ্বৈত স্বত্বার নীতি ২৮। কোনটির ওপর ভিত্তি করে বিক্রয় জাবেদা তৈরি করা হয়? ক) চালান খ) ভাউচার গ) ক্যাশমেমো ঘ) ডেবিট নোট ২৯। মুনাফাজাতীয় আয়-ব্যয়ের জের ও উত্তোলন হিসাব বন্ধকরণে কোনটি প্রয়োজন? ক) প্রারম্ভিক দাখিলা খ) সংশোধনী জাবেদা গ) সমাপনী দাখিলা ঘ) সমন্বয় দাখিলা ৩০। ৫ তারিখের জন্য জাবেদা হবে কোনটি? ক) ক্রয় হিসাব ডেঃ সম্পদ হিসাব ক্রেঃ খ) সম্পদ হিসাব ডেঃ ক্রয় হিসাব ক্রেঃ গ) সম্পদ হিসাব ডেঃ নগদান হিসাব ক্রেঃ ঘ) সম্পদ হিসাব ডেঃ সম্পদ বিক্রেতা হিঃ ক্রেঃ