এইচএসসি পরীক্ষার প্রস্তুতি রসায়ন প্রথমপত্র

ল্যাবরেটরিতে ব্যবহার করা যাবে না-

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অলোক কুমার ঘোষ, প্রভাষক রসায়ন বিভাগ পাটুল হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, নাটোর।
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য রসায়ন প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো ১০. ল্যাবরেটরিতে কোনটি ব্যবহার করা যাবে না? ক. সিনথেটিক কাপড় খ.সুতি কাপড় গ. গগলস ঘ. মুখ বন্ধনী সঠিক উত্তর : ক. সিনথেটিক কাপড় ১১. হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির পরিপন্থী পরমাণুর কোন মডেল- ক. বোর খ. রাদারফোর্ড গ. ভেক্টর গ. সমারফিল্ড সঠিক উত্তর : ক. বোর ১২. হাইড্রোজেন বর্ণালীর অতি বেগুনি অঞ্চলে দেখা যায়- ক. ব্রাকেট সিরিজ খ. বামার সিরিজ গ. প্যাশ্চন সিরিজ ঘ. ল্যাইম্যান সিরিজ সঠিক উত্তর : ঘ. ল্যাইম্যান সিরিজ ১৩. হ= ৩ হলে র. ৩ভ অরবিটাল অসম্ভব রর. স= -২,-১,০,+১+২ ররর. ষ= ০, ১,২,৩ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ১৪. আলফা রশ্মির আপেক্ষিক চার্জ কত? ক. + ২ খ. +১ গ. -২ ঘ. -১ সঠিক উত্তর : ক. + ২ ১৫. দৃশমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? ক. ২০০-৩৮০হস খ. ৩৮০-৭০০ হস গ. ৭০০-৯০০ হস ঘ. ৯০০-১৩০০ হস সঠিক উত্তর : খ. ৩৮০-৭০০ হস ১৬. নিচের কোন নীতির ভিত্তিতে অরবিটালসমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়? ক. হুন্ডের খ. আফবাউ গ. পলির বর্জন ঘ.ঠঝচঊজ সঠিক উত্তর : খ. আফবাউ ১৭. ঈৎ পরমাণুতে কতটি অযুগ্ম ইলেকট্রন আছে? ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬ সঠিক উত্তর : ঘ. ৬