এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসাববিজ্ঞান প্রথমপত্র

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য হিসাববিজ্ঞান প্রথমপত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১। আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশেষণ প্রক্রিয়াকে কী বলে? ক. হিসাববিজ্ঞান খ. হিসাবরক্ষণ গ. লেনদেন লিপিবদ্ধকরণ ঘ. লেনদেন বিশ্লেষণ সঠিক উত্তর : ক. হিসাববিজ্ঞান ২। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়? ক. ব্যবসায়ের শক্তি খ. ব্যবসায়ের পরিভাষা গ. ব্যবসায়ের প্রাণ ঘ. ব্যবসায়ের ভাষা সঠিক উত্তর : ঘ. ব্যবসায়ের ভাষা ৩। কী নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব? ক. মূলধন খ. সঞ্চয় গ. ব্যয় ঘ. আয় সঠিক উত্তর : গ. ব্যয় ৪। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? ক. পাওনাদার খ. কর কর্তৃপক্ষ গ. ব্যবস্থাপক ঘ. শ্রমিক সংঘ সঠিক উত্তর : গ. ব্যবস্থাপক ৫। আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকে কী বলে? ক. হিসাববিজ্ঞান খ. হিসাবরক্ষণ গ. লেনদেন লিপিবদ্ধকরণ ঘ. লেনদেন বিশ্লেষণ সঠিক উত্তর : খ. হিসাবরক্ষণ ৬। আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক- ক. এল সি ক্রপার খ. এ ডবিস্নউ জনসন গ. লুকা প্যাসিওলি ঘ. আর এন কার্টার সঠিক উত্তর : গ. লুকা প্যাসিওলি ৭। লুকা প্যাসিওলি ছিলেন ইতালির একজন- ক. ধর্মযাজক খ. গণিতশাস্ত্রবিদ গ. হিসাববিজ্ঞানী ঘ. গণিতশাস্ত্রবিদ ও ধর্মযাজক সঠিক উত্তর: ঘ. গণিতশাস্ত্রবিদ ও ধর্মযাজক ৮। আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কোথায়? ক. ইংল্যান্ডে খ. ভারতবর্ষে গ. ইতালিতে ঘ. আমেরিকায় সঠিক উত্তর : গ. ইতালিতে ৯। দু'তরফা দাখিলার উৎপত্তিকাল কোনটি? ক. ১৪৪১ খ্রিস্টাব্দ খ. ১৩৯৪ খ্রিস্টাব্দ গ. ১৪৯৪ খ্রিস্টাব্দ ঘ. ১৪৪৯ খ্রিস্টাব্দ সঠিক উত্তর : গ. ১৪৯৪ খ্রিস্টাব্দ ১০। লুকা প্যাসিওলি তার 'সুম্মা এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা' গ্রন্থে কী ব্যাখ্যা করেন? ক. একতরফা দাখিলা পদ্ধতি খ. একতরফা দাখিলা পদ্ধতির সুবিধা গ. দু'তরফা দাখিলা পদ্ধতির সুবিধা ঘ. দু'তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি সঠিক উত্তর: ঘ. দু'তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ১১। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়? ক. হিসাব ব্যবস্থা খ. তথ্য ব্যবস্থা গ. নিরীক্ষা ব্যবস্থা ঘ. বিবরণী ব্যবস্থা সঠিক উত্তর: খ. তথ্য ব্যবস্থা