জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বীর প্রতীক কাঁকন বিবি
প্রশ্ন : জাতিসংঘে বাংলাদেশের সদস্য লাভের বিরুদ্ধে ভেটো দিয়েছিল কোন রাষ্ট্র? উত্তর:- চীন প্রশ্ন : কাঁকন বিবি কে "বীর প্রতীক" উপাধি দেয়া হয় কখন? উত্তর:- ১৯৯৬ সালে। প্রশ্ন : দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে? উত্তর:- লর্ড ক্লাইভ। প্রশ্ন : চিরস্থায়ী বন্দোবস্ত আইনের প্রবর্তক কে? উত্তর:- লর্ড কর্নওয়ালিস। প্রশ্ন : চিরস্থায়ী বন্দোবস্ত আইন চালু হয় কখন? উত্তর:- ১৭৯৩ সালে। প্রশ্ন : সতীদাহ প্রথা নিবারণ করেন কে? উত্তর:- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। প্রশ্ন : সিপাহী বিদ্রোহ হয় কার সময়? উত্তর:- লর্ড ক্যানিংয়ের সময়। প্রশ্ন : সিপাহী বিদ্রোহ হয়েছিল কখন? উত্তর:- ১৮৫৭ সালে। প্রশ্ন : প্রথম আদমশুমারি চালু করেন কে? উত্তর:- লর্ড রিপন। প্রশ্ন : ভারত ছাড়া আন্দোলন হয় কার সময় ? \হউত্তর:- লর্ড লিনলিথগোর সময়। প্রশ্ন : ক্রিপস মিশন কার সময়? উত্তর:- লর্ড লিনলিথগো। প্রশ্ন : ভারতীয় স্বাধীনতা আইন হয় কার সময়? উত্তর:- লর্ড মাউন্টব্যাটেন।