প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।

বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি (বাংলা)

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
৬৫.‘পাদটীকা’ গল্পটি কে লিখেছেন? (ক) শওকত ওসমান (খ) হুমায়ুন আহমেদ (গ) সৈয়দ মুজতবা আলী (ঘ) আনোয়ারা পাশা উত্তর : (গ) সৈয়দ মুজতবা আলী ৬৬. ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থটি কার রচনা? (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) মুহম্মদ আব্দুল হাই (গ) সৈয়দ মুজতবা আলী (ঘ) রাজশেখর বসু উত্তর : (গ) সৈয়দ মুজতবা আলী ৬৭. সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে? (ক) দিল্লি (খ) লাহোর (গ) কাবুল (ঘ) তেহরান উত্তর : (গ) কাবুল ৬৮. ‘ছাড়পত্র’ কবিতাটি কার রচনা? (ক) সুভাষ মুখোপাধ্যায় (খ) সুকান্ত ভট্টাচাযর্ (গ) জসীমউদদীন (ঘ) বন্দে আলী মিয়া উত্তর : (খ) সুকান্ত ভট্টাচাযর্ ৬৯. ‘ময়নামতীর চর’ কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? (ক) বন্দে আলী মিয়া (খ) সিকান্দার আবু জাফর (গ) আব্দুল কাদির (ঘ) গোলাম মোস্তফা উত্তর : (ক) বন্দে আলী মিয়া ৭০. ‘ময়নামতীর চর’ কোন ধরনের রচনা? (ক) নৃত্যনাট্য (খ) কথাসাহিত্য (গ) কাব্য (ঘ) আঞ্চলিক উপন্যাস উত্তর : (গ) কাব্য ৭১. ‘আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বণ্টন’ - কোন কবি বলেছেন? (ক) সুকান্ত ভট্টাচাযর্ (খ) সমর সেন (গ) জসীমউদদীন (ঘ) আল মাহমুদ উত্তর : (খ) সমর সেন ৭২. কখনো উপন্যাস লেখেননি - (ক) কাজী নজরুল ইসলাম (খ) জীবনানন্দ দাশ (গ) সুধীন্দ্রনাথ দত্ত (ঘ) বুদ্ধদেব বসু উত্তর : (গ) সুধীন্দ্রনাথ দত্ত ৭৩. বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ নামে পরিচিত কে? (ক) সুধীন্দ্রনাথ দত্ত (খ) আবদুল কাদির (গ) বিষ্ণু দে (ঘ) সুকান্ত ভট্টাচাযর্ উত্তর : (ঘ) সুকান্ত ভট্টাচাযর্ ৭৪. সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? (ক) তন্বী (খ) উবর্শী (গ) ক্রন্দসী (ঘ) রূপসী উত্তর : (ক) তন্বী ৭৫. ‘নাম রেখেছি কোমল গান্ধার’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? (ক) জীবনানন্দ দাশ (খ) সুধীন্দ্রনাথ দত্ত (গ) বিষ্ণু দে (ঘ) অমিয় চক্রবতীর্ উত্তর : (গ) বিষ্ণু দে