জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০১ আগস্ট ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলা একাডেমি
প্রশ্ন : সেন্ট মার্টিনকে মেরিন প্রটেক্টেড এরিয়া ঘোষণা করা হয় কবে? উত্তর : ৪ জানুয়ারি ২০২২ প্রশ্ন : কত বর্গ কিমি এলাকাকে সেন্ট মার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া' ঘোষণা হয়? উত্তর : ১,৭৪৩ বর্গ কিমি প্রশ্ন : বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কী? উত্তর : বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী প্রশ্ন : কোন নারীরা আপিল বিভাগের বিচারপতির পদ অলংকৃত করেন? উত্তর : বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ প্রশ্ন : ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করা হয় কবে? উত্তর : ৬ জানুয়ারি ২০২২ প্রশ্ন : প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের জন্য নূ্যনতম কত বছর বয়স হতে হবে? উত্তর : ৫০ বছর প্রশ্ন : ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি? উত্তর : ১৫ জন প্রশ্ন :কোন কোন জেলায় নতুন ইপিজেড নির্মাণ করা হবে? উত্তর :গাইবান্ধা, যশোর ও পটুয়াখালী প্রশ্ন :দেশের শেয়ারবাজারে প্রথম ইসলামী শরিয়াহভিত্তিক বন্ড লেনদেন শুরু হয় কবে? উত্তর :১৩ জানুয়ারি ২০১১ প্রশ্ন :২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে সর্বাধিক রেমিট্যান্স আসে কোন দেশ থেকে? উত্তর :সৌদি আরব। প্রশ্ন :২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে কোন দেশে? উত্তর : যুক্তরাষ্ট্র প্রশ্ন : ২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশ সর্বাধিক আমদানি করে কোন দেশ থেকে? উত্তর :চীন প্রশ্ন :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম কী? উত্তর :নিঃসঙ্গ লড়াই প্রশ্ন :গুপ্তচর চরিত্র মাসুদ রানার স্রষ্টা কে? উত্তর :কাজী আনোয়ার হোসেন প্রশ্ন :বাংলা কমিকসের জনক কে? উত্তর : নারায়ণ দেবনাথ