চুয়েটে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে ‘আটিির্ফসিয়াল ইনটেলিজেন্স অ্যান্ড মেশিন লানির্ং’ (ঝবসরহধৎ ড়হ অৎঃরভরপরধষ ওহঃবষষরমবহপব ্ গধপযরহব খবধৎহরহম) বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই সিএসই বিভাগের অপারেটিং সিস্টেম ল্যাবে ওই সেমিনারের উদ্বোধন করেন চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং) অনুষদের ডিন অধ্যাপক ড. কৌশিক দেব। এতে সেমিনার বক্তা ছিলেন বাংলাদেশ রোবটিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. হাফিজুল ইমরান। ওই সেমিনারের অংশ হিসেবে ‘এন্ড্রয়েড কন্ট্রোল রোবট’ (ডড়ৎশংযড়ঢ় ড়হ অহফৎড়রফ ঈড়হঃৎড়ষ জড়নড়ঃ) শীষর্ক একটি কমর্শালাও অনুষ্ঠিত হয়। এতে সিএসই বিভাগের বিভিন্ন বষের্র প্রায় শতাধিক শিক্ষাথীর্ অংশগ্রহণ করেন।