কুয়েটে কমর্শালা অনুষ্ঠিত

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) কতৃর্ক ‘রিসাসর্ ইন্টিগ্রিটি অ্যান্ড পাবলিকেশন ইথিকস’ শীষর্ক কমর্শালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টে অধ্যয়নরত পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষাথীের্দর অংশগ্রহণে ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের ‘ডিস্টান্স লানির্ং থিয়েটারে’ আয়োজিত কমর্শালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। কমর্শালায় রিসোসর্ পাসর্ন হিসেবে উপস্থিত থেকে কারিগরি অধিবেশন পরিচালনা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ বি এম মহীউদ্দিন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কে এম আজহারুল হাসান।