জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৩ আগস্ট ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
হাসান আজিজুল হক
প্রশ্ন :৩৩তম ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দল? উত্তর :ঢাকা আবাহনী লিমিটেড প্রশ্ন :শেখ রাসেল দিবস কবে? উত্তর :১৮ অক্টোবর প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে গ্যাসক্ষেত্র কতটি? উত্তর :২৮টি প্রশ্ন : বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত? উত্তর : জকিগঞ্জ, সিলেট প্রশ্ন : বাংলাদেশের মোট উপজেলা কতটি? উত্তর : ৪৯৫টি প্রশ্ন :২৬ জুলাই ২০২১ ঘওঈঅজ-এর ১১৭তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেওয়া হয়? উত্তর :ঈদগাঁও, কক্সবাজার, ডাসর, মাদারীপুর ও মধ্যনগর, সুনামগঞ্জ প্রশ্ন : বাংলাদেশের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত? উত্তর :৪৯ জন। প্রশ্ন :বাংলাদেশের মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা কত? উত্তর :২৬ জন প্রশ্ন :বাংলাদেশের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত? উত্তর : ২০ জন প্রশ্ন : বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন? উত্তর : ৩ জন। প্রশ্ন : বাংলাদেশে এউচ নির্ণয়ে নতুন ভিত্তি বছর কোনটি? উত্তর : ২০১৫-১৬ প্রশ্ন : নতুন ভিত্তি বছর অনুযায়ী ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় কত? উত্তর :২,৫৫৪ মার্কিন ডলার প্রশ্ন :বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় প্রকাশিত হয়? উত্তর :গ্রিক প্রশ্ন :হাসান আজিজুল হক রচয়িতা উপন্যাস উত্তর :আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান ও শামুক প্রশ্ন :২৪ অক্টোবর ২০২১ উদ্বোধন করা পায়রা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর :১,৪৭০ মিটার প্রশ্ন :বাংলাদেশের কোন মাদ্রাসায় মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হতে যাচ্ছে? উত্তর :রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা প্রশ্ন :বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য কতজন? উত্তর : ২৪।