অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ০৩ আগস্ট ২০২৩, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
৬ষ্ঠ অধ্যায় ১২. কার্বনের আইসোটোপ কয়টি? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ উত্তর :গ. ৩ ১৩. মৌলের পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা হতে নিচের কোনটি জানা যায়? ক. মৌলের প্রতীক খ. অণুর গঠন গ. মৌলের ভর ঘ. নিউট্রন সংখ্যা উত্তর : ঘ. নিউট্রন সংখ্যা ১৪. বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয়? ক. প্রোটন খ. ইলেকট্রন গ. নিউট্রন ঘ. আইসোটোপ উত্তর : ঘ. আইসোটোপ ১৫. একটি পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে কী বলে? ক. ভরসংখ্যা খ. পারমাণবিক সংখ্যা গ. পারমাণবিক ভর ঘ. ইলেকট্রন সংখ্যা উত্তর : ক. ভরসংখ্যা ১৬. কোনো মৌলের ভরসংখ্যা ২৩ এবং প্রোটন সংখ্যা ১১ হলে তার নিউট্রন সংখ্যা কত? ক. ১১ খ. ১২ গ. ১৩ ঘ. ১৪ উত্তর : খ. ১২ ১৭. কার্বনের পারমাণবিক সংখ্যা কত? ক. ৪ খ. ৬ গ. ১২ ঘ. ১৬ উত্তর :খ. ৬ ১৮. কোনো মৌলের পরমাণুতে ৩টি প্রোটন ও ৪টি নিউট্রন আছে। মৌলটির ভর সংখ্যা কত? ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯ উত্তর :খ. ৭ ১৯. হিলিয়াম পরমাণু বেশি স্থিতিশীল কেন? ক. শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ বলে খ. নিউক্লিয়াসে দুটি ইলেকট্রন বিদ্যমান বলে গ. শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকে বলে ঘ. আকারে বেশ বড় বলে উত্তর : ক. শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ বলে ২০. কোনো একটি মৌলের পারমাণবিক সংখ্যা ১৫, ভরসংখ্যা ৩১। ওই মৌলের নিউট্রন সংখ্যা কত? ক. ১৫ খ. ১৬ গ. ২০ ঘ. ৩০ উত্তর : খ. ১৬ ২১. লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? ক. ২, ৪ খ. ২, ৮, ১ গ. ২, ১ ঘ. ২, ৮, ২ উত্তর : গ. ২, ১ ২২. প্রতিটি মৌলের পরমাণুর মধ্যে পার্থক্য থাকে- র. আকারে রর. ভরে ররর. ধর্মে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ২৩. নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা ৭ বলতে বোঝায়- র. নাইট্রোজেনের প্রোটন সংখ্যা ৭ রর. ২য় স্তরে ৫টি ইলেকট্রন আছে ররর. পারমাণবিক ভর ৭ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর ২৪. কে পদার্থের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশের নাম দেন অঃড়সড়ং? ক. ডাল্টন খ. অ্যারিস্টটল গ. পেস্নটো ঘ ডেমোক্রিটাস উত্তর :ঘ ডেমোক্রিটাস ২৫. পরমাণুর গঠন সম্বন্ধে ভালো ধারণা দেন নিচের কোন বিজ্ঞানী? ক. অ্যাভোগেড্রো খ. ডাল্টন গ. রাদারফোর্ড ঘ. নিউটন উত্তর :গ. রাদারফোর্ড ২৬. পরমাণুর সকল আধান ও ভর কোথায় কেন্দ্রীভূত থাকে? ক. ইলেকট্রনে খ. নিউট্রনে গ. প্রোটনে ঘ. নিউক্লিয়াসে উত্তর :ঘ. নিউক্লিয়াসে ২৭. ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন একত্রে কী সৃষ্টি করে? ক. অণু খ. পরমাণু গ. যৌগ ঘ. মূলক উত্তর :খ. পরমাণু ২৮. কোনটি নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান? ক. ইলেকট্রন খ. প্রোটন গ. নিউট্রন ঘ. পজিট্রন উত্তর :ক. ইলেকট্রন ২৯. পরমাণুর ঋণাত্মক কণিকা কোনটি? ক. প্রোটন খ. নিউট্রন গ. ইলেকট্রন ঘ. নিউক্লিয়াস উত্তর : গ. ইলেকট্রন ৩০. পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে ডেমোক্রিটাস কখন মতবাদ দেন? ক. খ্রিষ্টপূর্ব ১০০ অব্দে খ. ১০০ খ্রিষ্টাব্দে গ. খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে ঘ. ৪০০ খ্রিষ্টাব্দে উত্তর :গ. খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে ৩১. পরমাণু আধান বা চার্জ নিরপেক্ষ থাকে কেন? ক. সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকায় খ. সমান সংখ্যক প্রোটন ও নিউট্রন থাকায় গ. সমান সংখ্যক ইলেকট্রন ও নিউট্রন থাকায় ঘ. সমান সংখ্যক নিউট্রন থাকায় উত্তর :ক. সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকায় ৩২. রাসায়নিক বিক্রিয়ায় কোনটি অংশগ্রহণ করে? ক. প্রোটন খ. ইলেকট্রন গ. অণু ঘ. পরমাণু উত্তর :ঘ. পরমাণু ৩৩. পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের কয়েকটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের কথা প্রথম কোথায় উলিস্নখিত হয়েছে? ক. ডাল্টনের পরমাণুবাদে খ. রাদারফোর্ডের পরমাণু মডেলে গ. বোরের পরমাণু মডেলে ঘ. অ্যাভোগেড্রোর সূত্রে উত্তর :গ. বোরের পরমাণু মডেলে ৩৪. রাদারফোর্ড ও বোর পরীক্ষা দ্বারা কী আবিষ্কার করেন? ক. পরমাণুর নিউক্লিয়াস খ. ইলেকট্রনের বিচরণক্ষেত্র গ. পরমাণুর আকৃতি ঘ. পরমাণুর চার্জ উত্তর :ক. পরমাণুর নিউক্লিয়াস ৩৫. 'পরমাণুর ঋণাত্মক আধানবিশিষ্ট ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে'- এ ধারণা কোন বিজ্ঞানীর? ক. রাদারফোর্ড খ. জন ডাল্টন গ. অ্যারিস্টটল ঘ. বোর উত্তর :ঘ. বোর ৩৬. অঃড়সড়ং শব্দের অর্থ কী? ক. স্থিতিশীল খ. নিষ্ক্রিয় গ. বিভাজ্য ঘ. অবিভাজ্য উত্তর :ঘ. অবিভাজ্য হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়