৯ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ০৫ আগস্ট ২০২৩, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
চতুর্থ অধ্যায় নিচের উদ্দীপকটি পড়ে এবং ১০ও ১১নং প্রশ্নের উত্তর দাও: আবুল হোসেন অনেক জমির মালিক। সে জমিতে চাষাবাদ করে না। ফলে জমিগুলো অনাবাদি পড়ে থাকে। পারুল মিয়া অন্য গ্রাম থেকে এসে বর্গা নিয়ে জমিগুলো চাষ করে। পরবর্তী সময়ে পারুল মিয়া আবুল হোসেনের জমিগুলো নিজের নামে লিখে নেয়। ১০। পারুল মিয়ার চরিত্রে কোন ভারত বিজেতার চরিত্র ফুটে ওঠে? (ক) আলেকজান্ডার (খ) লর্ড হার্ডিজ (গ) লর্ড ডালহৌসি (ঘ) মীর কাশেম উত্তর :(ক) আলেকজান্ডার ১১। উক্ত ব্যক্তির বিশ্বে আধিপত্য বিস্তারে মূল কারণ- র. সুচতুর সেনাবাহিনী রর. অর্থনৈতিক সচ্ছলতা ররর. বীরত্ব নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর উত্তর :(গ) র ও রর ১২। মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়- র. উত্তরবঙ্গ রর. কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ) ররর. তাম্রলিপ্ত (হুগলি) নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর ১৩। প্রাচীন বাংলার খ্যাতমান সর্বশ্রেষ্ঠ শাসকদের মধ্যে নিচের কোন নামটি যুক্তিযুক্ত? (ক) ধর্মপাল (খ) গোপাল (গ) শশাঙ্ক (ঘ) দেবগুপ্ত উত্তর :(ক) ধর্মপাল ১৪। শশাঙ্ক কীভাবে স্বীয় শক্তি বৃদ্ধি করে? (ক) সৈন্য নিয়োগের মাধ্যমে (খ) দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে (গ) কৌনজের সাথে আত্মীয়তার মাধ্যমে (ঘ) থানেশ্বরের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে উত্তর : (খ) দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে ১৫। কনৌজের গ্রহবর্মণ সিংহাসনের যথার্থ কারণ কোনটি? (ক) কৌনজের মৃতু্য (খ) দেবগুপ্তের মৃতু্য (গ) ধর্মপালের মৃতু্য (ঘ) প্রভাকর বর্ধনের মৃতু্য উত্তর : (ঘ) প্রভাকর বর্ধনের মৃতু্য ১৬। ধর্মপাল শাসক ছিলেন- র. বাংলা রর. বিহার ররর. উড়িষ্যা নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর উত্তর : (গ) র ও রর ১৭। ধর্মপাল কোথায় বৌদ্ধবিহার নির্মাণ করেন? (ক) উড়িষ্যা (খ) সোমপুরে (গ) ভাগলপুরে (ঘ) পাহাড়পুরে উত্তর : (গ) ভাগলপুরে ১৮। সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমতট কোন ধরনের রাজ্য ছিল? (ক) করদ (খ) পরাধিন (গ) পূর্ণাঙ্গ (ঘ) স্বাধীন উত্তর : (ক) করদ ১৯। সমগ্র বাংলা জয় করা হয় কার রাজত্বকালে? (ক) গোপালের (খ) সমুদ্রগুপ্তের (গ) শশাঙ্কের (ঘ) চন্দ্রগুপ্তের উত্তর : (খ) সমুদ্রগুপ্তের ২০। বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে কীভাবে? (ক) পরিকল্পিতভাবে (খ) সাধারণভাবে (গ) ধারাবাহিকভাবে (ঘ) বিচ্ছিন্নভাবে উত্তর : (ঘ) বিচ্ছিন্নভাবে ২১। মালোবের যশোবর্মণ কত সালে বাংলা আক্রমণ করেন? (ক) চতুর্থ (খ) পঞ্চম (গ) ষষ্ঠ (ঘ) সপ্তম উত্তর : (গ) ষষ্ঠ ২২। বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারাবাহিক ধারণা লাভ করা যায়- র. পাল শাসনামল থেকে রর. মৌর্য শাসনামল থেকে ররর. গুপ্ত শাসনামল থেকে নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও রর \হ(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ক) র ২৩। কোন পালরাজা যোগ্য উত্তরসূরি রেখে যেতে পারেনি? (ক) দেবপাল (খ) মহীপাল \হ(গ) গোপাল (ঘ) ধর্মপাল উত্তর : (খ) মহীপাল ২৪। প্রাসিয়র জাতির রাজধানী কোথায় ছিল? (ক) পালিবোথরা (খ) পাঞ্জাব (গ) কাশ্মির (ঘ) কুচবিহার উত্তর : (ক) পালিবোথরা ২৫। 'মাৎস্যন্যায়'-এর অবসান ঘটে কীভাবে? (ক) সেনদের আগমনে (খ) গুপ্তদের আগমনে (গ) মৌর্যদের আগমনে (ঘ) পালদের আগমনে উত্তর : (ঘ) পালদের আগমনে ২৬। পাল বংশের সর্বশেষ শাসক কে ছিলেন? (ক) রামপাল (খ) ধর্মপাল \হ(গ) দেবপাল (ঘ) মহীপাল উত্তর : (ক) রামপাল ২৭। হর্ষবর্ধনের সাথে কার মিত্রতা হয়? (ক) ভাস্কর বর্মণ (খ) ভাস্কর বর্মা (গ) জয়া বর্ধন (ঘ) বলস্নাল সেন উত্তর : (খ) ভাস্কর বর্মা ২৮। পাল বংশের পতন ঘটে কার হাতে? (ক) অজয় সেন (খ) লক্ষ্ণণ সেন \হ(গ) বিজয় সেন (ঘ) বলস্নাল সেন উত্তর : (গ) বিজয় সেন