পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ | ১৩ আগস্ট ২০২৩, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম য়
১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। পর্যবেক্ষণ, পান্ডিত্যপূর্ণ, বিজয়স্তম্ভ, গিরিডি, কল্পকাহিনি, বৈজ্ঞানিক কল্পকাহিনি, প্রবেশিকা, এফএ। উত্তর : পর্যবেক্ষণ- কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা; নিরীক্ষণ। পান্ডিত্যপূর্ণ - জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ। বিজয়স্তম্ভ - কোনোকিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয়। গিরিডি - ভারতের ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত। এটি গিরিডহ্‌ জেলার প্রধান শহর। ১৮৭২ সালে স্থানটি হাজারীবাগ জেলার মধ্যে ছিল। কল্পকাহিনি ু যে কাহিনি কল্পনা করে লেখা হয়। বৈজ্ঞানিক কল্পকাহিনি - এক প্রকার কল্পকাহিনি আছে, যা বিজ্ঞানকে প্রধান করে লেখা হয়, তাকে বলা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনি। প্রবেশিকা ু আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। প্রবেশিকা পাস করলে কলেজে প্রবেশ করা যেত। তাই নাম হয়েছিল প্রবেশিকা। এফএ - (ফাইন আর্টস) আজকের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সমতুল্য। ২. নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। বিজয়স্তম্ভ, কল্পকাহিনি, আবিষ্কার, কল্যাণ, পান্ডিত্যপূর্ণ, দুরন্ত, পদার্থে, পদার্থবিজ্ঞানের, বিস্ময়ে, বাড়িতে, অতিক্ষুদ্র, কর্তব্য, প্রাণী জীবনের ক. তার - বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়। খ. দেশের - করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন। গ. জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব - দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন। ঘ. জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞানজগতে এক একটি -। ঙ. জগদীশচন্দ্র বসুর 'নিরুদ্দেশের কাহিনি' বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক। চ. ছেলেটি তেমন নয়। ছ. মেঘ ডেকে আকাশে বিদু্যৎ চমকে বাজ পড়লে অবাক-ভাবে। জ. ওর পড়াশোনার শুরু। ঝ. প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক পদে যোগ দেন। ঞ. প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে \হপালন করেন। ট. তিনি দেখিয়েছিলেন যে, উদ্ভিদ ও - মধ্যে অনেক মিল আছে। ঠ. তিনি তরঙ্গসৃষ্টি আবিষ্কার করেন। উত্তর : ক. তার পান্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়। খ. দেশের কল্যাণ করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন। গ. জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন। ঘ. জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞানজগতে এক একটি বিজয়স্তম্ভ। ঙ. জগদীশচন্দ্র বসুর 'নিরুদ্দেশের কাহিনি' বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনি। চ. ছেলেটি তেমন দূরন্ত নয়। ছ. মেঘ ডেকে আকাশে বিদু্যৎ চমকে বাজ পড়লে অবাক বিস্ময়ে ভাবে। জ. ওর পড়াশোনার শুরু বাড়িতে। ঝ. প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। ঞ. প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। ট. তিনি দেখিয়েছিলেন যে, উদ্ভিদ ও প্রাণী জীবনের মধ্যে অনেক মিল আছে। ঠ. তিনি অতিক্ষুদ্র তরঙ্গসৃষ্টি আবিষ্কার করেন। ৩. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি ও বলি। ক. ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন? উত্তর : ভাবুক ছেলেটি আসলে ছিলেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। খ. তিনি ছোটবেলায় কী কী নিয়ে ভাবতেন? উত্তর : জগদীশচন্দ্র বসু ছোটবেলায় তার চারপাশের প্রকৃতিকে অবাক বিস্ময় নিয়ে পর্যবেক্ষণ করতেন। আকাশে মেঘ ডাকে। বিদু্যৎ চমকায়। বাজ পড়ে। তিনি অবাক বিস্ময়ে ভাবেন কেন এমন হয়। ঝড়ে গাছপালা ভেঙে গেলে তিনি ভাবেন, গাছ ভেঙে গেলে, ওদের কাটলে ওরা ব্যথা পায় কিনা। গ. তিনি কবে, কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন? উত্তর : তিনি ১৮৭৪ সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ঘ. কখন থেকে তিনি 'বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু' হয়ে ওঠেন? উত্তর : ১৮৮৫ সালে জগদীশচন্দ্র বসু দেশে ফিরে এসে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। তখন দেশ ছিল পরাধীন। এ সময় একই পদের জন্য একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন, ভারতীয়রা পেতেন তার তিন ভাগের দুই ভাগ। তিনি অস্থায়ীভাবে চাকরি করছিলেন বলে তার বেতন আরও এক ভাগ কেটে নেওয়া হয়। এর প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর কোনো বেতন না নিয়ে কর্তব্য পালন করতে থাকেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। সব বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে। তখন থেকেই তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। ঙ. কোন সত্য প্রমাণ করে তিনি বেশি পরিচিতি লাভ করেন? উত্তর: গাছেরও প্রাণ আছে- এই সত্য প্রমাণ করে তিনি পরিচিতি লাভ করেন। চ. তার বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল কোন বিষয়ে? উত্তর : বিদু্যৎ রশ্মির সমাবর্তন বিষয়ে তার বক্তৃতার সফলতা ছিল সবচেয়ে বেশি। ছ. বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন নামকরা বৈজ্ঞানিকদের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর :বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে বিজ্ঞানী গ্যালিলিও ও নিউটনের সঙ্গে তুলনা করা হয়েছে। জ. 'পলাতক তুফান' নামে লেখাটির আগে কী নাম ছিল? তার কোনো বইয়ে এটি ছাপা হয়? উত্তর :'পলাতক তুফান' নামে লেখাটির আগে নাম ছিল 'নিরুদ্দেশের কাহিনি'। এটি পরে তার 'অব্যন্ত' বইয়ে ছাপা হয়। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়