জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান

মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণÑ

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। অধ্যায় : ৭ জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৮৬। চঁাদের মাধ্যাকষর্ণজনিত ত্বরণের মান পৃথিবীর কত ভাগ? উত্তর : প্রায় ভাগ ৮৭। চঁাদে ১ কেজি ভরের বস্তুর ওজন কত? উত্তর : ১.৬ নিউটন ৮৮। কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে কিসের ওপর নিভর্র করে? উত্তর : বস্তুর দূরত্বের ওপর ৮৯। ভ‚-পৃষ্ঠে ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন কত? উত্তর : ৯.৮ নিউটন ৯০। ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে কোথায়? উত্তর : পৃথিবীর দুই মেরুতে অথার্ৎ উত্তর ও দক্ষিণ মেরুতে ৯১। ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন মেরু অঞ্চলে কত? উত্তর : ৯.৮৩ নিউটন ৯২। ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন বিষুবীয় অঞ্চলে কত? উত্তর : ৯.৭৮ নিউটন ৯৩। ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন ক্রান্তীয় অঞ্চলে কত? উত্তর : ৯.৭৯ নিউটন ৯৪। বস্তুর ভর বেশি হলে বস্তুর ওজনের কী পরিবতর্ন হয়? উত্তর : ওজন বেশি হয় ৯৫। যে সকল যন্ত্র দিয়ে ওজন মাপা যায় সেগুলো দিয়ে আর কী মাপা যায়? উত্তর : ভর ৯৬। স্প্রিং নিক্তি অনেক সময় কোন এককে দাগাঙ্কিত থাকে? উত্তর : কিলোগ্রাম এককে ৯৭। বৈজ্ঞানিক হিসাব-নিকাশের সময় ওজন কোন এককে পরিমাপ করতে হবে? উত্তর : নিউটন এককে ৯৮। বস্তুর মৌলিক ধমর্ নয় কী? উত্তর : বস্তুর ওজন ৯৯। স্থানভেদে বস্তুর কী পরিবতর্ন হয়? উত্তর : বস্তুর ওজন ১০০। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত? উত্তর : শূন্য ১০১। কোনো বস্তুর ভর কী? উত্তর : মৌলিক রাশি ১০২। পৃথিবীর আহ্নিক গতির জন্য ওজনের কী পরিবতর্ন ঘটে? উত্তর : ওজন বৃদ্ধি পায় ১০৩। অভিকষের্র প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ কী হবে? উত্তর : সুষম ত্বরণ ১০৪। কোনো বস্তুর ওজন ৯.৮১ নিউটন হলে তার ভর কত? উত্তর : ১ কেজি ১০৫। কোনো বস্তুর ওজন ১৯.৬২ হলে তার ভর কত? উত্তর : ২ কেজি ১০৬। ভর ও ওজনের মধ্যে কোনটি পরিবতর্ন হয় না উত্তর : ভর ১০৭। পৃথিবীর কেন্দ্রে ১০ কেজি ভরের বস্তুর ওজন কত? উত্তর : শূন্য ১০৮। বস্তুর ওজন কিসের ওপর নিভর্র করে না? উত্তর : বস্তুর ভরের ওপর ১০৯। বস্তুর ওপর পৃথিবীর কোথায় কোনো আকষর্ণ থাকবে না? উত্তর : কেন্দ্রে ১১০। চঁাদে কোনো বস্তুর ওজন যখন ভিন্ন হয় তখন ভরের কী পরিবতর্ন হয়? উত্তর : কোনো পরিবতর্ন হবে না