জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

কবিতার প্রধান বাহনÑ

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর পাছে লোকে কিছু বলে ২৩. কবি কামিনী রায়ের কবিতার ক্ষেত্রে নিচে কোনটি প্রযোজ্য? ক. ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রভাব খ. মাইকেল মধুসূদন দত্তের প্রভাব গ. লালন শাহের প্রভাব ঘ. রবীন্দ্রনাথের প্রভাব সঠিক উত্তর : ঘ. রবীন্দ্রনাথের প্রভাব ২৪. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কাঠামো গঠনের মূল বিষয় হিসেবে কোনটিকে চিহ্নিত করা যুক্তিযুক্ত? ক. দ্বিধাগ্রস্ত মানসিকতা খ. পরোপকারিতা গ. স্বাধীন চিন্তা ঘ. সাহসিকতা সঠিক উত্তর : ক. দ্বিধাগ্রস্ত মানসিকতা ২৫. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবির মূল লক্ষ্য হচ্ছেÑ ক. সংকল্পহীনতা খ. নিঃসংকোচে পথচলা গ. সংশয়ে টলা ঘ. সমালোচনাকে ভয় করা সঠিক উত্তর : খ. নিঃসংকোচে পথচলা ২৬. ‘হৃদয়ে বুদবুদ মতো, উঠে শুভ্র চিন্তা কত’ এখানে শুভ্র কথাটি কী অথের্ ব্যবহৃত হয়েছে? ক. সাদা খ. তুষার গ. পরিষ্কার ঘ. কোমল সঠিক উত্তর : গ. পরিষ্কার ২৭. সন্ধির নিয়মে ‘সংকল্প’ শব্দটির সঠিক বিশ্লেষণ হিসেবে কোনটি গ্রহণযোগ্য? ক. সং + কল্প খ. সংক + ল্প গ. সম + কল্প ঘ. সংকল + প সঠিক উত্তর : গ. সম + কল্প ২৮. কবি কামিনী রায়ের জন্মপরিচয় পাওয়া যায় কোন সালের মধ্যে? ক. ১৮৬৪-১৯৩৩ খ. ১৮৮৬-১৯৩৩ গ. ১৮৩৩-১৯৩৩ ঘ. ১৮৬৪-১৯৬৪ সঠিক উত্তর : ক. ১৮৬৪-১৯৩৩ ২৯. কবিতার প্রধান বাহনÑ ক. বক্তব্য খ. ভাব গ. ভাষা ঘ. মন্তব্য সঠিক উত্তর : খ. ভাব