বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি বাংলা

প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
৭৬. ১৯৪৭ সালে মাত্র ২১ বছর বয়সে কোন কবি মারা যান? (ক) জীবনানন্দ দাশ (খ) বিষ্ণু দে (গ) সুকান্ত ভট্টাচায (ঘ) সুকান্ত চট্টোপাধ্যায় উত্তর : (গ) সুকান্ত ভট্টাচাযর্ ৭৭. ‘সনেট সঞ্চায়ন’, ‘সনেট শতক’, ‘সনেট মালা’ - কাব্যত্রয়ের রচয়িতা কে? (ক) প্রেমেন্দ্র মিত্র (খ) সুফী মোতাহার হোসেন (গ) গোলাম মোস্তাফা (ঘ) আব্দুল কাদির উত্তর : (খ) সুফী মোতাহার হোসেন ৭৮. ‘নাগরিক কবি’ কার উপাধি? (ক) বিষ্ণু দে (খ) সুধীন দত্ত (গ) অমিয় চক্রবতীর্ (ঘ) সমর সেন উত্তর : (ঘ) সমর সেন ৭৯. বাংলা সাহিত্যে ‘ক্লাসিক কবি’ কার উপাধি? (ক) বিষ্ণু দে (খ) সুধীন্দ্রনাথ দত্ত (গ) অমিয় চক্রবতীর্ (ঘ) সমর সেন উত্তর : (খ) সুধীন্দ্রনাথ দত্ত ৮০. ‘দশমী’ কাব্যগ্রন্থটি কার রচনা? (ক) সমর সেন (খ) সুধীন্দ্রনাথ দত্ত (গ) সুকান্ত ভট্টাচাযর্ (ঘ) জীবনানন্দ দাশ উত্তর : (খ) সুধীন্দ্রনাথ দত্ত ৮১. ‘তুমি শুধু পঁচিশে বৈশাখ’ কাব্যটি কে লিখেছেন? (ক) বিষ্ণু দে (খ) সুকান্ত ভট্টাচাযর্ (গ) অমিয় চক্রবতীর্ (ঘ) সুধীন্দ্রনাথ দত্ত উত্তর : (ক) বিষ্ণু দে ৮২. বাংলাদেশে সিরাজউদ্দৌলা নাটক কে রচনা করেছেন? (ক) নুরুল মোমেন (খ) মুনীর চৌধুরী (গ) আসকার ইবনে শাইখ (ঘ) সিকান্দার আবু জাফর উত্তর : (ঘ) সিকান্দার আবু জাফর ৮৩. ‘মহাকবি আলাওল’ নাটকটির রচয়িতা কে? (ক) সিকান্দার আবু জাফর (খ) আনিস চৌধুরী (গ) সৈয়দ ওয়ালীউল্লাহ (ঘ) শওকত ওসমান উত্তর : (ক) সিকান্দার আবু জাফর ৮৪. সিকান্দার আবু জাফর কোন পত্রিকার সম্পাদক ছিলেন? (ক) সবুজপত্র (খ) সমকাল (গ) কবিতা (ঘ) সাহিত্য উত্তর : (খ) সমকাল ৮৫. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি? (ক) ধূসর পাÐুলিপি (খ) কবিতার কথা (গ) ঝরা পালকের কবি (ঘ) দুদিের্নর যাত্রি উত্তর : (খ) কবিতার কথা ৮৬. ‘রূপসী বাংলা’ কে রচনা করেন? (ক) জীবনানন্দ দাশ (খ) জসীমউদদীন (গ) কাজী নজরুল ইসলাম (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর : (ক) জীবনানন্দ দাশ