খুবিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
১৬ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের এক গবেষণা প্রকল্পের আওতায় প্রযুক্তি হস্তান্তরবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আচাযর্ জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রকল্পের পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর একে ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম। এই প্রশিক্ষণ কমর্সূচিতে কৃষি সম্প্রসারণ বিভাগের কমর্কতার্সহ খুলনা, সাতক্ষীরা ও যশোরের অগ্রসর ২৮ জন কৃষক অংশ নেন। এসময় ডিসিপ্লিনের শিক্ষক ও মাস্টাসর্ ও পিএইচডি প্রোগ্রামের শিক্ষাথীর্রা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপক‚লীয় অঞ্চলে ফল উৎপাদনের কলাকৌশল শিরোনামে প্রফেসর ড. মো. আব্দুল মান্নান রচিত পুস্তিকার মোড়ক উন্মোচন করেন। পরে প্রশিক্ষণাথীর্রা জামর্ প্লাজম ল্যাব ও সেন্টার পরিদশর্ন করেন।