কুয়েটে নতুন দুই বিভাগ

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নতুন দুইটি বিভাগে স্নাতক কোসর্ চালুর বিষয়ে অনুমতি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০১৮-১৯ শিক্ষাবষর্ থেকে স্নাতক কোসের্র যাত্রা শুরু হওয়া বিভাগ দুটি হলো মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের অধিভুক্ত মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন করে শিক্ষাথীর্ ভতির্ করা হবে। নতুন বিভাগ খোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, বতর্মান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশে দক্ষ জনবল তৈরির জন্য বিভাগগুলো খোলা হচ্ছে। বতর্মানে কুয়েটে ১৪টি বিভাগে স্নাতক কোসর্ চালু রয়েছে, এ দুটি বিভাগ নিয়ে বতর্মান শিক্ষাবষর্ থেকে মোট ১৬টি বিভাগে স্নাতক কোসর্ চালু হচ্ছে এবং মোট বিভাগের সংখ্যা হচ্ছে ২০টি।