হাবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনটিস্টটিউট অব রিসাচর্ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) উদ্যোগে পযর্টন শীষর্ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ে আইআরটির সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আইআরটির পরিচালক প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির রেজিস্টার প্রফেসর ড. মো. সফিউল আলম। সেমিনারে স্পিকার ছিলেন ট্যুরিজম এক্সপাটর্ মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরটির সহকারী পরিচালক মো. শাহজাহান মÐল। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কমর্কতার্ ও শিক্ষাথীর্রা উপস্থিত ছিলেন।