৬ষ্ঠ শ্রেণির পড়ালেখা গণিত

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ নিচের সংখ্যা দুটির আলোকে ১৪ ও ১৫ নাম্বার প্রশ্নের উত্তর দাও। সংখ্যা দুটি হলো: -৬ ও +৬ ১৪। সংখ্যা দুটির যোগফল কত? ক. -১২ খ. ০ গ. ১২ ঘ. +৩৬ সঠিক উত্তর: খ. ০ ১৫। +৬ এর পরবতীর্ সংখ্যার পূবর্বতীর্ সংখ্যাটি কত? ক. -৬ খ. ০ গ. +৬ ঘ. +৭ সঠিক উত্তর: গ. +৬ ১৬। +৪ এর ৪ ধাপ বঁায়ের পূণর্ সংখ্যাটি কত? ক. -১ খ. ০ গ. ১ ঘ. ৮ সঠিক উত্তর: খ. ০ ১৭। সব পূণর্ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ সঠিক উত্তর: গ. ৩ ১৮। ৩ একটি স্বাভাবিক সংখ্যা হলেÑ র. এটি একটি ধনাত্মক পূণর্ সংখ্যা রর. সংখ্যারেখায় এটির অবস্থান ০ বিন্দু থেকে ৩ ঘর বঁায়ে ররর. সংখ্যারেখায় এটির অবস্থান ০ বিন্দু থেকে ৩ ঘর ডানে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: গ. র ও ররর নিচের তথ্যের আলোকে ১৯ ও ২০ নাম্বার প্রশ্নের উত্তর দাও। পঁাচটি পূণর্ সংখ্যা: -২, -১, ০, ১, ২ ১৯। প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? ক. -১, ১ খ. ০, ২ গ. ১, ২ ঘ. ০, ১, ২ সঠিক উত্তর: গ. ১, ২ ২০। উদ্দীপকের প্রথম ও শেষ সংখ্যাটি সংখ্যারেখার কোন বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত? ক. -১ খ. ০ গ. ১ ঘ. ২ সঠিক উত্তর: খ. ০ ২১। -২ এর যোগাত্মক বিপরীত সংখ্যা কোনটি? ক. -১ খ. ০ গ. +১ ঘ. +২ সঠিক উত্তর: ঘ. +২