প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

গারোদের প্রধান উৎসবের নাম কী?

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। একাদশ অধ্যায় প্রশ্ন ১০. বেগম রোকেয়া কত সালে মৃত্যু বরণ করেন? উত্তর : বেগম রোকেয়া ১৯৩২ সালে মৃত্যুবরণ করেন। প্রশ্ন ১১. কত সাল থেকে বিশ্বব্যাপী আন্তজাির্তক নারী দিবস পালিত হচ্ছে? উত্তর : ১৯১০ সাল থেকে বিশ্বব্যাপী আন্তজাির্তক নারী দিবস পালিত হচ্ছে। প্রশ্ন ১২. ৮ মাচের্ক আন্তজাির্তক নারী দিবস হিসেবে ঘোষণা করেন কে? উত্তর : জামার্ন নারী নেতা ‘কারা জেটকিন’ ৮ মাচের্ক আন্তজাির্তক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। প্রশ্ন ১৩. কত তারিখে আন্তজাির্তক নারী দিবস পালন করা হয়? উত্তর : ৮ মাচর্ আন্তজাির্তক নারী দিবস পালন করা হয়। দ্বাদশ অধ্যায় প্রশ্ন ১. বাংলাদেশে কোন অঞ্চলে গারোরা বাস করে? উত্তর : বাংলাদেশের উত্তর ও উত্তর-পূবার্ঞ্চলে গারোরা বাস করে। প্রশ্ন ২. গারো সমাজ কোন ধরনের? উত্তর : গারো সমাজ মাতৃতান্ত্রিক। প্রশ্ন ৩. গারোদের অধিকাংশ বতর্মানে কোন ধমার্বলম্বী? উত্তর : গারোদের অধিকাংশ বতর্মানে খ্রিস্টধমার্বলম্বী। প্রশ্ন ৪. গারোদের ঐতিহ্যবাহী খাবারের নাম কী? উত্তর : গারোদের ঐতিহ্যবাহী খাবারের নাম বঁাশ কোড়ল। প্রশ্ন ৫. গারোদের প্রধান উৎসবের নাম কী? উত্তর : গারোদের প্রধান উৎসবের নাম ‘ওয়াংগালা’। প্রশ্ন ৬. খাসিয়াদের প্রধান দেবতার নাম কী? উত্তর : খাসিয়াদের প্রধান দেবতার নাম ‘উবøাই নাংথউ’। প্রশ্ন ৭. ম্রোরা কোন ধমার্বলম্বী? উত্তর : ম্রোরা বৌদ্ধধমার্বলম্বী। প্রশ্ন ৮. বাংলাদেশের ত্রিপুরারা কোন সমাজের অধিকারী? উত্তর : বাংলাদেশের ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী। প্রশ্ন ৯. পাবর্ত্য চট্টগ্রামের ত্রিপুরারা কোন ধমের্র অনুসারী? উত্তর : পাবর্ত্য চট্টগ্রামের ত্রিপুরারা সনাতনধমের্র অনুসারী। প্রশ্ন ১০. ত্রিপুরারা গ্রামের সব লোকের মঙ্গলের জন্য কী পূজা করে? উত্তর : ত্রিপুরারা গ্রামের সবার মঙ্গলের জন্য ‘কের’ পূজা করে। প্রশ্ন ১১. ত্রিপুরারা কোন সময়ে ‘বৈসু’ উৎসব পালন করে? উত্তর : ত্রিপুরারা বাংলা বছরের শেষ দুই দিন ও নববষের্র প্রথম দিনে ‘বৈসু’ উৎসব পালন করে। প্রশ্ন ১২. ওঁরাওদের প্রধান উৎসবের নাম কী? উত্তর : ওঁরাওদের প্রধান উৎসবের নাম ‘ফাগুয়া’। ত্রয়োদশ অধ্যায় প্রশ্ন ১. পৃথিবীতে মোট কতটি দেশ রয়েছে? উত্তর : পৃথিবীতে মোট ১৯৬টি দেশ রয়েছে। প্রশ্ন ২. বহিবির্শ্ব কাকে বলে? উত্তর : নিজ দেশের বাইরে যেসব দেশ রয়েছে এসব দেশকে বহিবির্শ্ব বলে।